ডুরকু বড় বাঁধের সংস্কার শুরু! কৃষি ও পরিবেশ রক্ষায় বড় পদক্ষেপ পুরুলিয়ায়
Renovation of Durku Bara Dam begins! Big step to protect agriculture and environment in Purulia

Truth of Bengal: নয়ন কুইরী, পুরুলিয়া: পুরুলিয়া ১ নম্বর ব্লকের ডুরকু অঞ্চলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো ডুরকু স্টেডিয়ামের বিপরীতে অবস্থিত বড় বাঁধ বা পুকুরটির সংস্কার কাজ। বৃহস্পতিবার এই প্রকল্পের শুভ সূচনা করেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, যিনি ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান চাঁদমনি কড়া মুদি, বিশিষ্ট সমাজসেবী ও পুকুরের অংশীদার মতিলাল মাহাতো সহ আরও অনেকে।
এই পুকুরটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় ছিল, যার কারণে কৃষিকাজ ও স্থানীয় পরিবেশ ব্যবস্থাপনায় অসুবিধা হচ্ছিল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বস্তির সৃষ্টি করেছে।
সভাধিপতি জানান, “এলাকাবাসীর বহুদিনের দাবি পূরণ করতে পেরে আমরা আনন্দিত। এই সংস্কারের ফলে কৃষি ক্ষেত্রে জলসংকট অনেকটাই কাটিয়ে ওঠা যাবে।”
বিশিষ্ট সমাজকর্মী মতিলাল মাহাতো বলেন, “এই বাঁধ সংস্কারের ফলে এলাকার চাষিরা যেমন উপকৃত হবেন, তেমনই পরিবেশগত দিক থেকেও এটি অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে।”
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এগ্রী মেক দফতরের বরাদ্দ তহবিল থেকে প্রায় ১ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার কাজটি বাস্তবায়িত হচ্ছে। পুকুরটির সংস্কার হবে প্রায় ৪০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এবং প্রায় ১ লক্ষ ঘন মিটার মাটি কাটা হবে। সংস্কারের কাজ শেষ হলে এটি শুধুমাত্র কৃষিকাজে নয়, জল সংরক্ষণ, মাছচাষ এবং স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চাহিদা মেটাতেও বড় ভূমিকা নেবে।
এই প্রকল্প এলাকার উন্নয়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে এবং স্থানীয় মানুষজনের আশা—এমন আরও বহু প্রকল্পের মাধ্যমে পুরুলিয়ার গ্রামীণ জীবন আরও স্বাচ্ছন্দ্য ও কর্মক্ষম হয়ে উঠবে।