টেস্টে অবসরের পর রোহিতের সঙ্গে সাক্ষাৎ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর
Maharashtra Chief Minister meets Rohit after Test retirement

Truth Of Bengal: গত ৭ মে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। এরপর বুধবার ভারতীয় অধিনায়কের সঙ্গে তাঁর সরকারি বাসভবনে প্রাক্তন টেস্ট অধিনায়কের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এরপর ফুলের বোকে রোহিতের হাতে তুলে দিয়ে তাঁকে টেস্ট ক্রিকেট থেকে অবসরের জন্য ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানান।
View this post on Instagram
রোহিতের সক্ষে সৌজন্যমূলক সাক্ষাতের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমার সরকারি বাসভবন বর্ষায়, ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়ক রোহিত শর্মাকে শুভেচ্ছা জানাতে পেরে আমি দারুণ আনন্দিত। আমার তরফ থেকে রোহিত যাতে তাঁর বাকি জীবন সুস্থ ও ভাল থেকে আনন্দে কাটাতে পারেন সেই কামনাই করি।’
উল্লেখ্য, রোহিত জাতীয় দলের জার্সি গায়ে তাঁর টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন ২০১৩ সালে। ইডেন গার্ডেন্সে ক্যারিবিয়ানদের বিরুদ্ধেই ছিল রোহিতের প্রথম টেস্ট। তবে প্রথমে টেস্টে ওপেনার হিসাবে নয়, পাঁচ নম্বরে ব্যাট করতেন হিটম্যান। তারপর ধীরে ধীরে তাঁর ব্যাটিং লাইন আপের বদল ঘটেছিল। এবং তিনি জাতীয় দলের নির্ভরযোগ্য ওপেনার ব্যাটার হয়ে উঠেছিলেন শুধু টেস্ট নয় সব ফর্মাটের ক্রিকেটেই।