রেললাইনে ফাটল! কৃষকের দ্রুত সিদ্ধান্তে এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা
Crack in railway track! Farmer's quick decision averted major accident

Truth Of Bengal: কাশিয়াবাড়ির এক সাধারণ কৃষক দীপু রায়ের উপস্থিত বুদ্ধির জেরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দার্জিলিং মেল। প্রতিদিনের মতো সোমবার বিকেলে মাঠের কাজ শেষে বাড়ি ফিরছিলেন দীপু, তখনই স্টেশনের কিছুটা আগে রেললাইনে একটি ফাটল তাঁর চোখে পড়ে। দ্রুত বুঝতে পারেন বিপদের আশঙ্কা রয়েছে। দেরি না করে নিজের ভাগ্নে অভিজিৎ রায়কে বিষয়টি জানান তিনি।
অভিজিৎ দ্রুত রেল পুলিশের (আরপিএফ) নম্বর জোগাড় করে যোগাযোগ করেন। সময় নষ্ট না করে আরপিএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন এবং তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করেন। ততক্ষণে দার্জিলিং মেল ট্রেনটি লাইনের কাছাকাছি পৌঁছে যায়। তা সত্ত্বেও কোনও রকম বিলম্ব ছাড়াই ট্রেনটি নিরাপদে চলে যায়।
রেল কর্তৃপক্ষ দীপুর তৎপরতায় অত্যন্ত সন্তুষ্ট। তাঁদের মতে, দীপু যদি সময়মতো সতর্ক না করতেন, তাহলে একটি বড় দুর্ঘটনা অনিবার্য ছিল। দীপুকে ওই রাতেই পুরস্কৃত করে জলপাইগুড়ি টাউন স্টেশনের আরপিএফ। তবে দীপু নিজে কোনও কৃতিত্ব নিতে চাননি। তাঁর মতে, “আমার জায়গায় অন্য কেউ থাকলেও নিশ্চয় এই কাজটাই করত।”
অভিজিৎ রায় জানান, “মামার কাছ থেকে খবর পাওয়ার পরই আমি ইন্টারনেটে নম্বর খুঁজে ফোন করি। রেল কর্তৃপক্ষও খুব দ্রুত ব্যবস্থা নেয়। তাদের ধন্যবাদ জানাই।” ঘটনার পর কাশিয়াবাড়ি এলাকায় দীপুর এই সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী। মঙ্গলবার পূর্ব রেলের ইঞ্জিনিয়াররা ওই রেললাইন পরিদর্শনে যাবেন। ফাটলের উৎস এবং কেন তা আগেভাগে কারও নজরে পড়েনি, সে বিষয়েও তদন্ত চলছে।