পারিবারিক অশান্তির জেরে ধারালো অস্ত্রের কোপ! পলাতক বাড়ির কর্তা
Family dispute leads to sharp weapon attack! The owner of the house is on the run

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: পারিবারিক অশান্তি চরম আকার নিল নদিয়ার শান্তিপুরে। পারিবারিক বচসার জেরে ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটল শান্তিপুর থানার অন্তর্গত নতুন পাড়া ষষ্ঠীতলা এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন পরিবারের একাধিক সদস্য। তাঁদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, আক্রান্ত পরিবারের নাম সরকার পরিবার। অভিযোগ, সোমবার রাতে বাড়ির কর্তা উত্তম সরকার নিজের ছেলের সঙ্গে পারিবারিক কোনও বিষয় নিয়ে বচসায় জড়িয়ে পড়েন। সেই সময় উত্তমবাবু উত্তেজিত হয়ে নিজেই নিজের বাড়ি ভাঙচুর শুরু করেন। ঘটনা দেখে বাধা দিতে এগিয়ে আসেন তাঁর ভাইপো ও অন্যান্য পরিবারের সদস্যরা। কিন্তু উত্তমবাবু হঠাৎই নিজের কাছ থেকে একটি ধারালো ছুরি বের করে একের পর এক আঘাত হানতে থাকেন পরিবারের সদস্যদের উপর। ঘটনার আকস্মিকতায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
রক্তাক্ত অবস্থায় দ্রুত একজনকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর আঘাত গুরুতর, তবে স্থিতিশীল অবস্থায় চিকিৎসা চলছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। এদিকে, ঘটনার পরেই উত্তম সরকারের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত উত্তম সরকার এখনও পলাতক বলে জানা গিয়েছে। তাঁকে গ্রেফতার করার জন্য তল্লাশি শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সরকার পরিবারে দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। তবে এভাবে ছুরিকাঘাত করে হামলার ঘটনা কেউই কল্পনা করতে পারেননি। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে।