রাজ্যের খবর

অ্যাসিডের ট্যাঙ্কার উল্টে আগুন, দেখুন ভিডিয়ো

Acid tanker overturns, causing massive fire, watch video

Truth Of Bengal: পশ্চিম বর্ধমান, দুর্গাপুর: দুর্গাপুরে মুচিপাড়া উড়ালপুল সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর ভয়াবহ দুর্ঘটনা। সোমবার ভোররাতে প্রায় ৩:১০ নাগাদ একটি হাইড্রোক্লোরিক অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার সড়কের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। মুহূর্তের মধ্যে অ্যাসিড ভর্তি ট্যাঙ্কারে আগুন ধরে যায়, ছড়িয়ে পড়ে গ্যাসের ধোঁয়া। বিস্ফোরণের মতো পরিস্থিতিতে আতঙ্কে ছুটোছুটি শুরু হয় এলাকায়।

অ্যাসিডের ট্যাঙ্কার উল্টে ভয়াবহ আ*গু*ন, দেখুন ভিডিয়ো pic.twitter.com/QlYr2DioDu

জানা গিয়েছে, ট্যাঙ্কারটি বিহার থেকে কলকাতা যাচ্ছিলো। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে পুলিশ ও দমকলকে খবর দেন। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার সম্ভাবনায় বিপর্যয় মোকাবিলা দলও সতর্ক অবস্থানে।

ঘটনাস্থলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। আসানসোল ও বর্ধমানগামী দুই লেনেই আপাতত রাস্তায় ব্যারিকেড করে ট্র্যাফিক ঘুরিয়ে দেওয়া হয়েছে। আশপাশের এলাকায় ছড়িয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের গ্যাস, যার ফলে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর প্রশাসন ও দমকল বাহিনী।

Related Articles