দালাল চক্করের খপ্পরে পড়ে নিঃস্ব! পড়ুয়াদের সাহায্যার্থে এগিয়ে এল ‘ড্রিম গ্রুপ’
'Dream Group' comes to the aid of students who are trapped in the clutches of brokers

Truth Of Bengal: সৌরভ নস্কর, গঙ্গাসাগর: সুন্দরবনের প্রান্তিক এলাকার বহু ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরে ভবিষ্যৎ নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে। অনেকে পড়াশোনার সঠিক দিশা না পেয়ে কিংবা কর্মসংস্থানের আশায় বিভিন্ন দালালচক্রের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই প্রেক্ষাপটে সুন্দরবনের ছেলেমেয়েদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এবং দালালদের হাত থেকে রক্ষা করতে এগিয়ে এল “ড্রিমস গ্রুপ অফ ইনস্টিটিউশনস”।
সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের চৌরঙ্গী সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনে একটি স্টুডেন্ট মেন্টরিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রায় ২০০ থেকে ২৫০ জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সেখানে তাদের ভবিষ্যতের পড়াশোনা, কর্মসংস্থান ও বিভিন্ন ক্যারিয়ার পথ সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়।
বিশেষভাবে আলোচনা করা হয় কিভাবে দালালচক্রের ফাঁদে পা না দিয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় সঠিক পথ বেছে নেওয়া যায়। অনুষ্ঠানে সাগর ব্লকের সব হাই স্কুলের প্রধান শিক্ষকগণকে সম্বর্ধনা জানানো হয়। ড্রিমস গ্রুপের এই উদ্যোগে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সমাজকর্মীরা যথেষ্ট উৎসাহ প্রকাশ করেন। সুন্দরবনের ছাত্রছাত্রীদের জীবন গঠনে এ এক ইতিবাচক পদক্ষেপ বলে সকলে মনে করছেন।