পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পরপর দুদিন নদিয়ায় ইডিরহানা
Passport fraud case: Nadia in chaos for two consecutive days

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: পাসপোর্ট জালিয়াতি কান্ডে আবার নদীয়ায় তদন্তে ইডি। অনুপ্রবেশকারী ও পাসপোর্ট মামলায় আজও আবার ইডি হানা নদীয়ার চাকদার ঘেটুগাছি শিবপুর দুলাল সরকারের বাড়িতে। জানা যাচ্ছে এই দুলাল হালদার পাসপোর্ট তৈরীর কাজ করতেন। বৃহস্পতিবার ইডির আধিকারিকরা তার বাড়িতে আসে , তাকে জিজ্ঞাসাবাদ করছে।
নদিয়া চাকদা থানার শিবপুর এলাকার বাসিন্দা দুলাল হালদার এর বাড়ি সকাল-সকালই ইডির হানা। সূত্রে জানা যায় তিনি চাষবাস করেন এই এলাকাতে, এলাকা সূত্রে এটাও জানা যায় তিনি পাসপোর্ট তৈরি করে দিতেন পাশাপাশি বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব পরিচয় পত্র সমস্ত কিছু বেআইনিভাবে তৈরি করার কাজ চালাতেন বলে সূত্রের খবর।
উল্লেখ্য মঙ্গলবার নদিয়ার গেদে সীমান্তের অলোক নাথের বাড়িতে একইভাবে হানা দিয়েছিল ইডির প্রতিনিধি দল ১০ ঘন্টা অলোক নাথ কে টানা জিজ্ঞাসাবাদে পড়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল মোবাইল ফোন সহ প্রয়োজনীয় নথিপত্র। বুধবার অলোক নাথকে ছেড়ে দেয় ইডির প্রতিনিধিরা। সেই রেস কাটতে না কাটতেই বৃহস্পতিবার আবারো নদীয়ার চাকদা থানার শিবপুর এলাকার দুলাল হালদারের বাড়িতে একইভাবে হানা দেয় ইডি, চলছে তল্লাশিও।