রাজ্যের খবর

সামশেরগঞ্জে শান্তি ফেরার ইঙ্গিত, ২৪ ঘণ্টায় গ্রেফতার ২২

Signs of peace returning to Shamsherganj, 22 arrested in 24 hours

Truth Of Bengal: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সাম্প্রতিক অশান্তির আবহে অবশেষে স্বস্তির হাওয়া। গত ২৪ ঘণ্টায় নতুন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানালেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায়। পুলিশ প্রশাসনের তৎপরতায় ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে পরিস্থিতি। এই সময়ের মধ্যে নতুন করে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বাবা ও ছেলেকে খুনের ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে।

ঘর ছেড়ে পালিয়ে যাওয়া বহু মানুষ ইতিমধ্যেই বাড়ি ফিরতে শুরু করেছেন। জেলা পুলিশ সুপারের বক্তব্য অনুযায়ী, বুধবার সকালে ছ’টি পরিবার ফিরে এসেছে এবং আরও কিছু পরিবারও ফিরছে। মালদা ও ঝাড়খণ্ডে আশ্রয় নেওয়া মানুষজনদেরও ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

এদিন সামশেরগঞ্জ থানার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার বলেন, “গুজবে কেউ কান দেবেন না, গুজব ছড়াবেন না।”

এছাড়া বুধবার সকালে ধুলিয়ান পৌরসভা এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই অগ্নিকাণ্ড শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে এবং এর সঙ্গে কোনো সাম্প্রদায়িক ইন্ধন নেই। ইতিমধ্যেই তিনটি তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সব মিলিয়ে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপে সামশেরগঞ্জ ও আশপাশের এলাকার পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। পুলিশের নজরদারি ও টহল অব্যাহত রয়েছে।

 

Related Articles