নিকাশিনালার গর্তে পড়ে শিশুর মৃত্যু, রাস্তা অবরোধ করে স্থানীয়দের প্রতিবাদ
Child dies after falling into drain pit, locals block road

Truth of Bengal: শিশু মৃত্যুর ঘটনা ঘটলো বড়দের গাফিলতির কারণে। ঘটনাটি ঘটে ছত্তিশগড়ে। তিন জন শিশু নিকাশি নালার কাছে একটি জলে পরিপূর্ণ গর্তে পড়ে যায়। ওই তিনজনের মধ্যে মৃত্যু হয় বছর সাতেকের এক শিশুর। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় একজন শিশুকে।
বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু। তবে তৃতীয় শিশুটির সুস্থ থাকার খবর পাওয়া যায়। ওই জল ভর্তি গর্ত বুজিয়ে না দেওয়ার জন্যই ঘটে যায় এই দুর্ঘটনা, এমনই অভিযোগ মৃত শিশুটির পরিবারের। স্থানীয়দের তরফ থেকে অভিযোগ তোলা হয় যে, সময়মতো ময়নাতদন্ত সম্পন্ন করাও হয়নি। দ্রুতই সম্পন্ন করা করা শেষকৃত্য। ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে ব্যাপক উত্তেজনা।
রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আম জনতা। রায়পুর পশ্চিমের প্রাক্তন কংগ্রেস বিধায়কের দাবি, মৃত ও আহত শিশুর পরিবারকে কুড়ি লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার আর্জিও জানানো হয়েছে।
প্রসঙ্গত, গোটা দেশে গর্তে পড়ে গিয়ে শিশু মৃত্যুর ঘটনা, এটাই প্রথম নয়। বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ ও দমকলের তরফ থেকে চালানো হয় অভিযান। তাদের সেই অভিযানেই শিশুদের কখনো জীবিত আবার কখনো মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।