বাংলার নববর্ষ উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বয়রা কালী মন্দিরে ভক্তের ঢল
Bengali New Year: Devotees flock to traditional Boyara Kali temple in North Bengal

Truth of Bengal: সত্যেন মহন্ত, উত্তর দিনাজপুর: বাংলা নতুন বছরের প্রথম দিন কালিয়াগঞ্জের প্রসিদ্ধ মা বয়রা কালীমন্দিরে পূজো দিতে আসা মানুষের জনজোয়ার। প্রতিবছর পয়লা বৈশাখের সকালে, পরিবারের মঙ্গল কামনায় মা বয়রা কালীমন্দিরে পুস্পাঞ্জলী নিবেদন করতে ভক্তদের লম্বা লাইন পড়ে।
এই লাইন সামাল দিতে সকাল ৫ টা থেকে তৎপর ছিল কালিয়াগঞ্জ থানার পুলিশ। নববর্ষ উপলক্ষ্যে প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে সিদ্ধিদাতা গনেশের পূজা হয়ে থাকে অনেকেই নিজেদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে পূজা দেওয়ার আগে বয়রাকালী মন্দিরে পূজা দিয়ে যায়। অনেকে আবার লক্ষ্মী গনেশ ঠাকুরের মূর্তি নিয়ে এসে পূজা দেন বয়রা মায়ের কাছে।
পয়লা বৈশাখ থাকায় বয়রা কালী মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে মন্দির কমেটির পক্ষ থেকে। পাশাপাশি ভক্ত যাতে রৌদ্রে সমস্যা না হয় মন্দির সহ কিছু রাস্তা প্যান্ডেল করে দেওয়া হয়েছে। রাজ্য সড়কের পাশেই মায়ের মন্দির থাকায় যাতে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা না ঘটে সেই কারণে পুলিশ মতায়ন করা হয়।
বাংলা নববর্ষের শুভদিনে মা বয়রা কালীমন্দিরে পূজো দেন বহু বিশিষ্টজন। অন্যদিকে, পয়লা বৈশাখের শুভদিনে সকাল হতেই কালিয়াগঞ্জ শহরের ছোট বড় দোকান ও বানিজ্যিক প্রতিষ্ঠানে সিদ্ধিদাতা গণেশ পুজো শুরু হয়। সন্ধ্যার আঁধার নামতেই হালখাতা উপলক্ষে ক্রেতাদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিতে দেখা যায় দোকানীদের। পয়লা বৈশাখের শুভদিনে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মহেন্দ্রগঞ্জ নাটমন্দির প্রাঙ্গণে গনেশ মন্দিরে বহু মানুষ পুজো দেন। মঙ্গলবার সকালের আলো ফুটতেই মোবাইল ফোনের টুংটাং শব্দে বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা আদান-প্রদানে মজে ছিল আট থেকে আশি।