রাজ্যের খবর

নববর্ষে সম্প্রীতির বার্তা, সংখ্যালঘু ভাইকে রক্ত দিয়ে প্রাণ বাঁচাল দুই হিন্দু যুবক

A message of harmony on New Year's Eve, two Hindu youths save the life of a minority brother by donating blood

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়াঃ ধর্ম নিয়ে হানাহানির মধ্যে সম্প্রীতির ছবি। অসুস্থ  মুসলিম সম্প্রদায়ের মানুষকে রক্ত দিতে এগিয়ে এলো দুই হিন্দু যুবক। একজন অ্যানিমিয়ায় আক্রান্ত অন্যজন পথ দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। সোশ্যাল মিডিয়ায় জানতে পেরে রক্ত দেওয়ার জন্য ছটে এলো দুই হিন্দু যুবক। নদিয়ার শান্তিপুরের ওই দুই যুবকের নাম প্রসেনজিৎ দাস এবং সুপান্থ দত্ত। বর্তমানে উয়াকফ বিল সহ একাধিক ইস্যু নিয়ে উত্তপ্ত হয়েছে গোটা রাজ্য রাজনীতি। কলকাতায় সনাতনীদের পতাকা জোরপূর্বক খুলে নেওয়ার অভিযোগ উঠছে সংখ্যালঘুদের বিরুদ্ধে।

সোশ্যাল মিডিয়া জানতে পেরে দুই হিন্দু যুবক ছুটে এল মুসলিম সম্প্রদায় মানুষের প্রাণ বাঁচাতে। জানা যায় শান্তিপুর মালঞ্চ পাড়ার বাসিন্দা আনোয়ার শেখ। দীর্ঘদিন ধরে অ্যানিমিয়ায় আক্রান্ত তিনি। দিন কয়েক আগে তিনি হাসপাতালে ভর্তি হন। তার রক্তের প্রয়োজন হয়। সেই খবর জানতে পেরে ওই দুই হিন্দু যুবক রক্ত দিতে চলে আসে।

ওই দুই যুবক জানান, “আমরা সোশ্যাল মাধ্যমে জানতে পারি যে ওই মুসলিম যুবকের রক্তের প্রয়োজন। আমরা তৎক্ষণাৎ কোন চিন্তা-ভাবনা না করে রক্ত দেওয়ার জন্য যোগাযোগ করি। এবং ওই যুবকের প্রাণ বাঁচানো তাগিদে রক্ত দিয়ে আসি। আমরা চাই ধর্ম নিয়ে যেন কোনো রাজনীতি না হয়। কাজী নজরুল ইসলাম যে কথাটি বলেছিল সেই কথা মেনে সকলে যেন মিলেমিশে চলতে পারি।”

অন্যদিকে এ বিষয়ে সামাজিক কর্মী রাহুল্লা কারিকর বলেন, “আমরা সারা বছর মূলত যাদের রক্তের প্রয়োজন হয় তাদের পাশে এসে দাঁড়ায়। আমরা জানতে পারি এই মুসলিম যুবকের রক্তের প্রয়োজন। তখনই এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিই। এরপর এই দুই যুবক আমাদের সঙ্গে যোগাযোগ করে। বর্তমানে ধর্ম নিয়ে যে রাজনীতি হচ্ছে সেটা একদম কাম্য নয়। আমরা সকলকে অনুরোধ করব যাতে ধর্মের ভেদাভেদ ভুলে এই ভাবেই সবাই সবার পাশে থাকতে পারি।”

Related Articles