হুগলিতে জেল ফেরত যুবককে কুপিয়ে খুন! তদন্তে পুলিশ
Jail returnee hacked to death in Hooghly! Police investigating

Truth Of Bengal: হুগলি, রাকেশ চক্রবর্তী: হুগলি স্টেশন সংলগ্ন এলাকা লোহারপাড়ায় এক যুবককে কুপিয়ে খুন! নিহত যুবকের নাম সঞ্জয় রাজবংশি, বয়স বছর ২৭। অভিযোগ, রবিবার রাতে তাঁকে তাঁর বাড়ির সামনে গলায় মাথায় কুপিয়ে খুন করা হয়েছে।
২০১৯ সালে একটি খুনের মামলায় অভিযুক্ত ছিল ওই যুবক। জেল থেকে ছাড়া পাওয়ার পর উত্তর প্রদেশের অযোধ্যায় দিদির বাড়িতে থাকত সে। কয়েকদিন আগে নিজের বাড়িতে ফিরে অটো চালিয়ে রোজগার করতে শুরু করে। সব কিছু ঠিকঠাক চলতে চলতে কী এমন হল, যে খুন হতে হল বছর ২৭ তরুণ যুবককে।
রবিবার সন্ধায় পুজোর ভোগ খেতে যাচ্ছে বলে বাড়ি থেকে বেড়িয়েছিল নিহত যুবক। সন্ধ্যা পেরিয়ে রাত হয়, কিন্তু সে বাড়ি ফেরেনি। রাত একটা নাগাদ বাড়ির সামনে শব্দ পেয়ে বেরিয়ে আসে তাঁর বাড়ির লোক-সহ আশেপাশের লোকজন। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাকে ইমামবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থল ঘিরে পিকেট বসিয়েছে পুলিশ। একজন নাকি অনেকে মিলে খুন করেছে তা এখনও অস্পষ্ট। তবে পুলিশের অনুমান পুরনো শত্রুতার জেরে এই খুন হতে পারে। সোমবার নিহতের দেহ ময়না তদন্ত হবে ইমামবাড়া হাসপাতালে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।