আন্তর্জাতিক

বৈশাখী শোভাযাত্রা উপলক্ষে তৈরি প্রতীকে কে লাগালো আগুন ? প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

Who set fire to the symbol made on the occasion of Baisakhi procession? CCTV footage released

Truth of Bengal: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে অগ্নিকান্ডে চিহ্নিত করা গিয়েছে অভিযুক্তকে। সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তিকে আগুন লাগাতে দেখা যায় বলে জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফউদ্দিন আহমেদ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৪:৪৪ নাগাদ এক ব্যক্তি ইনস্টিটিউটের গেট টপকে ভেতরে ঢোকেন। মাত্র ২ মিনিটের মধ্যেই আগুন লাগিয়ে চলে যান। আগুনে পুরোপুরি পুড়ে যায় “ফ্যাসিবাদের মুখ” প্রতীকটি এবং আংশিক পুড়ে যায় “শান্তির পায়রা” প্রতীকটি। দমকলের ৫টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়।

ঢাবি প্রক্টর সাইফউদ্দিন আহমেদ জানান, ওই ব্যক্তি কালো টি-শার্ট, বাদামি প্যান্ট ও কালো জুতো পরা ছিল। তার চুল ছিল পনিটেইল করা। আগুন লাগাতে সে তরল দাহ্য পদার্থ ব্যবহার করে এবং আগুন লাগিয়ে চলে যায়। তার পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ আধিকারিকরা জানান, ঘটনাটির তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল তুষার, চারুকলা অনুষদের সহকারী প্রক্টর মো. ইসরাফিল প্রাং এবং বিজ্ঞান অনুষদের সহকারী প্রক্টর ড. একেএম নূর আলম সিদ্দিকী।

প্রসঙ্গত, পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত হতে চলেছে বিশাল শোভাযাত্রা। তৈরি করা হয়েছে বেশ কয়েকটি মোটিফ। যার মধ্যে শনিবার আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় হাসিনার মুখাবয়ব থাকা মোটিফটি। পাশাপাশি আংশিক ভস্মীভূত হয়েছে ‘শান্তির পায়রা’র মোটিফ। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

Related Articles