রাজ্যের খবর

সরকারি আধিকারিককে হুমকি ঘটনায় পুলিশের জালে ৪ অভিযুক্ত

Four arrested for threatening government official

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: বন্ধ ঘরে সরকারি আধিকারিককে হুমকি এবং নিগ্রহর ঘটনায় গ্রেফতার চার অভিযুক্ত। অভিযুক্তদের নাম শহিদুল ইসলাম, জুয়েল রানা, গোলাপ মোহাম্মদ এবং কলিম উদ্দিন মন্ডল। ধৃতদের আজ আদালতে তোলা হয়। ঘটনাটি নদিয়ার  চাপরা থানার।

জানা যায় কয়েক মাস আগে ওই এলাকারই  চার অভিযুক্ত তাদের কিছু জমি সংক্রান্ত বিষয়ে ভূমি সংস্কার আধিকারিককে একটি লিখিতভাবে জানিয়েছিল। কিন্তু কেন সেই জমি সংক্রান্ত বিষয়ে মীমাংসার দেরি করছিল সেই অভিযোগ তুলে ভূমি সংস্কার আধিকারিকের দফতরে  গিয়ে তাকে হাত ধরে টেনে হিচড়ে বের করার চেষ্টা করে অভিযুক্তরা। পাশাপাশি আধিকারিককে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এই ঘটনা নিয়ে আধিকারিকরা  পুরো বিষয়টি লিখিত আকারে চাপরা থানায় অভিযোগ জমা দেয়। অভিযোগের ভিত্তিতে  শুক্রবার  রাতে ওই চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। চার অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে বলে খবর ।  তবে এক সরকারি  আধিকারিকের ওপর কেন এমন হামলা চালিয়ে চার অভিযুক্ত তা এখন স্পষ্ট নয়।

Related Articles