খেলা

‘এটা আমার কাজ নয়….’, ‘উইন অ্যান্ড লার্ন’ বিতর্ক নিয়ে মুখ খুললেন রিজওয়ান

'It's none of my business...', Rizwan opens up about 'Win and Learn' controversy

Truth Of Bengal: কখনো কখনো ভাষা বড় হয় না, বড় হয় মনোভাব আর নিষ্ঠা। পাকিস্তানের ওডিআই অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান সেই কথাটিই যেন প্রমাণ করছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ঘরের মাঠে বাজেভাবে হেরে গিয়েছে পাকিস্তান দল। এরপর নিউজিল্যান্ডে ৩-০ সিরিজ হার, চারদিকে সমালোচনার ঝড়। কেউ বলছে তার নেতৃত্ব ঠিক নয়, কেউ কটাক্ষ করছে তার ইংরেজি বলার ক্ষমতা নিয়ে। ‘উইন অ্যান্ড লার্ন’—এই একটি বাক্য বলেই শুরু হয়েছে ট্রল। কিন্তু রিজওয়ান মুখ খোলেন শান্তভাবে, মাথা নিচু না করে।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগে সংবাদ সম্মেলনে এসে রিজওয়ান বললেন, “আমার দায়িত্ব ক্রিকেট খেলা। ইংরেজি বলা আমার কাজ নয়। আমি যেটুকু বলি, মন থেকে বলি। হ্যাঁ, আমি পড়ালেখা করিনি—এটা আমার আফসোস। কিন্তু আমি মিথ্যা বলি না, অভিনয়ও করি না।” এই কথাগুলো শুধু আত্মবিশ্বাসের নয়, একজন মানুষের স্বীকারোক্তিও। ব্যর্থতার মধ্যেও নিজেকে ছোট মনে না করে, নিজের সীমাবদ্ধতাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই রিজওয়ান।

২০২৫ সালের পিএসএলে তিনি আবারো মুলতান সুলতান্স দলের অধিনায়ক। ১২ই এপ্রিল করাচিতে করাচি কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ। লক্ষ্য—দলের জন্য নিজের সেরাটা দেয়া, আবারও প্রমাণ করা যে নেতৃত্ব মানে শুধু জয় নয়, সাহসিকতাও।রিজওয়ান হয়তো দুর্দান্ত ইংরেজি বলতে পারেন না, কিন্তু তার ব্যাটে আর বিশ্বাসে একটি ভাষা—ক্রিকেট—সবাই বুঝতে পারে।

Related Articles