রাজ্যের খবর

হাওড়ায় বাম ছাত্র-যুব’র মিছিলে ধুমধুমার কাণ্ড

Left student-youth march clashes with police

Truth Of Bengal: হাওড়া: শিক্ষকদের আন্দোলনে বুধবার পুলিশের ভূমিকার প্রতিবাদে বৃহস্পতিবার এসএফআই এবং ডিওয়াইএফআই-এর প্রতিবাদ মিছিল হয় হাওড়ায়। ওই মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক ধস্তাধস্তি ও হাতাহাতি হয়।

বৃহস্পতিবার পঞ্চাননতলা থেকে বাম ছাত্র-যুবদের প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিল হাওড়া ময়দান হয়ে হাওড়া ময়দান ফ্লাইওভারের কাছে পৌঁছলে মিছিল পুলিশের বাধার মুখে পড়ে। মিছিল আটকানোকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। তা হাতাহাতি এবং ধস্তাধস্তিতে পরিণত হয়।

পরবর্তীতে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ করেন আন্দোলনকারীরা। পুলিশ কুশপুতুলের আগুন নেভানোর জন্য তাতে জল ঢালার পরেই সৃষ্টি হয় উত্তেজনা। ক্ষিপ্ত হয়ে ওঠেন আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক ধস্তাধস্তি হয়।

Related Articles