সম্পাদকীয়

বিজেপির আমলেও কম হয়নি শিক্ষা কেলেঙ্কারি

Education scams have not diminished even during the BJP's tenure

Truth Of Bengal: সুপ্রিম কোর্টের নির্দেশ প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হয়ে যাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় বিজেপি ও সিপিএম-কে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের সমাবেশ থেকেও বিজেপি ও সিপিএমকে কড়া আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বিজেপি শাসিত নানা রাজ্যে ঘটে যাওয়া শিক্ষা দুর্নীতি নিয়ে তিনি সরব হন। সেই সঙ্গে সিপিএম ও আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্যকে আক্রমণ করেন।

সিপিএমকে নিশানা করে তিনি বলেন, ‘যারা ৩৪ বছর অনেক করে গিয়েছে সেই সিপিএমের কারও চাকরি খাইনি। কারণ আমি বলেছিলাম, বদল চাই বদলা নয়।’ এরপর তিনি সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে নিশানা করেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিকাশ ভট্টাচার্য কেন এই মামলা করলেন? কেন তাঁকে পলিটিক্যালি আইসোলেটেড করা হবে না? আমি সিপিএমের কাছে এটা প্রশ্ন করছি।’ এরপর তাঁর নিশানায় আসে বিজেপি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির কথা ভুলে গেলেন? নিটেও কেলেঙ্কারি হয়েছে। কিন্তু সে সবে তো কারও চাকরি যায়নি। শুধু বাংলায় কিছু হলেই চক্রান্ত? বাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্ত হচ্ছে। এই রায়ের পিছনে অন্য কোনও খেলা নেই তো? আমি বেঁচে থাকতে যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেব না।’ চাকরিহারাদের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় চাই যোগ্য ব্যক্তিদের যেন চাকরি না যায়। আমি চ্যালেঞ্জ করে বলছি আমার জীবনে জেনেশুনে কারও চাকরি খাইনি।’

মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারির কথা এখনও ভুলে যায়নি মানুষ। শিক্ষা জগতের এই কেলেঙ্কারিতে কত মানুষের প্রাণ গিয়েছিল। এতটা হইচই হয়নি দেশে। নিজেদের শাসনে এই ঘটনা ঘটে যাওয়ায় বিজেপি কখনও এই ব্যাপম কেলেঙ্কারির কথা উল্লেখ করে না। আবার কেন্দ্রের বিজেপি সরকারের আমলে সর্বভারতীয়স্তরে নিট পরীক্ষার কেলেঙ্কারির কথা এখনও উজ্জ্বল। ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা তথা নিট ইউজি ২০২৪-এর পরীক্ষা ও তার ফল প্রকাশের মধ্য দিয়ে যে দুর্নীতি হয়েছে তা এ যাবৎকালের পরীক্ষা কেলেঙ্কারির মধ্যে সর্ববৃহৎ। চিকিৎসক পেশায় প্রবেশ করবার মুখেই যারা দুর্নীতির আশ্রয় নেন তাঁরা কেমন ডাক্তার হবে ভেবেই আঁতকে ওঠে মানুষ। বাংলায় এতগুলি চাকরি যাওয়া নিয়ে আজ উত্তাল রাজনীতি। রাজ্য সরকারকে নিশানা করা হচ্ছে। মানুষ ভুলে যায়নি, বিজেপির আমলে কী কী কেলেঙ্কারি হয়েছিল।

Related Articles