রাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর বার্তার পরেই বীরভূমের বিভিন্ন বিদ্যালয়ে যোগদান শিক্ষক-শিক্ষিকাদের

Teachers join schools in Birbhum after CM's message

Truth Of Bengal: মুখ্যমন্ত্রীর বার্তার পরেই  মঙ্গলবার  বীরভূমের বেশ কিছু বিদ্যালয় বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা, যোগ দিলেন। এদিন সিউড়ির ২ নম্বর ব্লকের পারুই থানার অবিনাশপুর শ্রীরাম উচ্চ বিদ্যালয় এর শিক্ষিকা মমতাজ খাতুন বিজ্ঞান বিভাগের শিক্ষিকা তিনি আজ নির্দিষ্ট সময়ে স্কুলে হাজির হন নিত্যদিনের মতন। যেখানে অ্যাটেন্ডেন্স খাতায় স্বাক্ষর করে  স্কুলের পরীক্ষার পাহারা দেন। অপরদিকে শিক্ষিকা কে স্কুলে পেয়ে খুশি ছাত্র মহল।

এক সপ্তম শ্রেণীর ছাত্র জানায়, ‘ তিনদিন ধরে এই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা ছিলেন না। আজকে তিনি আবার আসায় আমাদের খুব ভাল লেগেচজে ।  এই শিক্ষিকাকে আমরা হারাতে চাইনা।‘   অপরদিকে প্রধান শিক্ষক অবিনাশপুর শ্রীরাম উচ্চ বিদ্যালয়ের  শুকুর শেখ জানান,  নিত্যদিনের মতন বিভাগের শিক্ষিকা হাজির হয়েছেন। মুখ্যমন্ত্রী কালকের নেতাজি ইনডোর স্টেডিয়ামের বার্তাকে মাথায় রেখে বিজ্ঞান বিভাগের শিক্ষিকা নির্দিষ্ট সময়ে স্কুলে হাজির হয়ে।  আমরাও স্বাগত জানিয়েছি। কারণ এখনো পর্যন্ত কোন কোর্টের নোটিশ বা স্কুলে আসার বারণ নোটিশ কিছু আসেনি সেই কারণে  শিক্ষিকা নির্দিষ্ট সময়ে হাজির হয়েছেন। আমরা স্বাগত জানিয়েছি।

অপরদিকে পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক নির্দিষ্ট সময়ে অ্যাটেন্ডেন্স খাতায় সই করে ক্লাস নিতে দেখা গেল আজ ।  গণিত বিভাগের শিক্ষক জানিয়েছেন,  মুখ্যমন্ত্রীর বার্তা কে কাজে লাগিয়ে নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন।

Related Articles