রাজনৈতিক বিতর্কের মাঝেই আইনে পরিণত হল ওয়াকফ সংশোধনী বিল
Waqf Amendment Bill becomes law amid political controversy

Truth of Bengal: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের পর আইনে পরিণত হল ওয়াকফ সংশোধনী বিল, ২০২৫। মাত্র তিন দিনের মধ্যে লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতির অনুমোদন—সব প্রক্রিয়া শেষ হয়ে গেল। কিন্তু এই আইন নিয়ে রাজনৈতিক বিতর্ক এখনও তুঙ্গে।
২ এপ্রিল লোকসভায় পেশ করা হয় বিলটি। বিতর্কের পর ভোটাভুটিতে ২৮৮টি পক্ষে ও ২৩২টি বিপক্ষে ভোটে পাশ হয় বিলটি। পরদিন রাজ্যসভাতেও প্রায় ১৩ ঘণ্টা ধরে আলোচনা চলে, তারপর ১২৮টি পক্ষে ও ৯৫টি বিপক্ষে ভোটে বিলটি অনুমোদিত হয়।
সরকারি মতে, এই আইন ওয়াকফ সম্পত্তি পরিচালনার স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াবে। বহুদিন ধরে প্রভাবশালীদের দখলে থাকা সম্পত্তি সাধারণ মুসলিমদের ব্যবহারের জন্য উন্মুক্ত হবে।
বিরোধী দলগুলোর দাবি, এই আইন সংবিধান বিরোধী। তাদের অভিযোগ, এটি মুসলিম সম্প্রদায়ের ওপর ‘পরিকল্পিত আঘাত’। তারা আরও বলছে, সেন্ট্রাল ও স্টেট ওয়াকফ বোর্ডে অমুসলিমদের প্রতিনিধি রাখার কথা বলেই ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করা হয়েছে।
ইতিমধ্যেই এই আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। মামলায় বলা হয়েছে, সংবিধানের ১৪, ২৪, ২৬, ২৯ ও ৩০০এ ধারা লঙ্ঘন করা হয়েছে। অর্থাৎ সমানাধিকার, ধর্মাচরণ ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার এবং সংখ্যালঘুদের অধিকারকে খর্ব করা হয়েছে।
রাষ্ট্রপতির অনুমোদনের পর এবার সরকারি গেজেটে প্রকাশ হলেই কার্যকর হবে আইনটি। তবে বিরোধীদের প্রতিবাদ ও আদালতের শুনানির মধ্যে দিয়ে এই আইন আরও আলোচনার কেন্দ্রে উঠে আসতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।