বাংলার মুকুটে যুক্ত হলো নয়া পালক! আরও ৭পণ্যের জিআই স্বীকৃতি
A new feather has been added to Bengal's crown! GI recognition for 7 more products

Truth Of Bengal: বাংলার আরও ৭টি পণ্য পেল জিআই স্বীকৃতি। মুর্শিবাদাবাদের ছানাবড়া, বারুইপুরের পেয়ারা,নলেন গুড়ের সন্দেশ, বিষ্ণুপুরের মোতিচূড় লাড্ডু,রাঁ ধুনিপাগল চাল, নিস্তারি সিল্ক তন্তু-র মতোই ভৌগোলিক স্বীকৃতি পেয়েছে কামারপুকুরের সাদা বোঁদে।রামকৃষ্ণের বড় পছন্দের ছিল সাদা বোঁদে।বর্তমান সময়ে সেই অভিনব বোঁদের বাণিজ্যিক সম্ভাবনা বাড়বে বলে আশা।
রাজ্যের ঐতিহ্যবাহী বেশকিছু পণ্য রয়েছে যারা মুক্ত বাণিজ্যের প্রতিযোগিতায় বাণিজ্য লক্ষ্মী বাড়িয়ে নিতে পারে।সেজন্য রাজ্য সরকার জিআই স্বীকৃতির জন্য বিশেষ প্রয়াস নিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি দফতর বাণিজ্য-লক্ষ্মীর কথা ভেবে সেই কাজকে সুচারুভাবে করার চেষ্টা করছে। এরমধ্যে এই রাজ্যের ৭টি পণ্যের যাতে ভৌগলিক স্বীকৃতি মেলে তার জন্য অপেক্ষায় ছিল প্রশাসন। সেইমতো বছর খানেক অপেক্ষা করতে হয় বাংলার প্রশাসনকে। বছর খানেক অপেক্ষার পর এবার মিলল স্বীকৃতি। বাংলার প্রয়াস সার্থক হল। দেখা গেল দার্জিলিংয়ের চা,জয়নগরের মোয়া,বর্ধমানের সীতাভোগ,মিহিদানার মতো নানা পণ্যের মতোই আরও ৭টি পণ্যের ঝুলি ভরল।
বাংলার ঐতিহ্যবাহী ধর্মস্থান কামারপুকুর।সেই কামারপুকুরে জন্মেছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।সেই রামকৃষ্ণের পরম পছন্দের ছিল সাদা বোঁদে। এখন চিরাচরিত মিষ্টি জিআই স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত কামারপুকুরের মিষ্টি বিক্রেতারা।কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন দর্শনে যাঁরা আসছেন তাঁরাই সাদা বোঁদে কিনে বাড়ি ফেরেন।সেইসব মানুষও খুশি এই খবরে।
জিআই তকমা পাওয়ার অপেক্ষায় রয়েছে কৃষ্ণনগরের মাটির পুতুল, উত্তরবঙ্গের গুটি আলু, রাবড়ি গ্রামের রাবড়ির মতো আরও ১১টি পণ্য।আশা করা যায়,সেইসব পণ্য ভৌগলিক স্বীকৃতি মিললে বাণিজ্যের বৈভব বাড়বে বলে আশা।