বাস এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাঁচলো এক যুবকের
Bus and bike collide, young man narrowly escapes death

Truth Of Bengal: ভয়াবহ দুর্ঘটনা। ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলী থেকে ঝাড়গ্রাম যাওয়ার ৫ নম্বর রাজ্য সড়কে বাসের সাথে বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষ । ওই ঘটনায় গুরুতর জখম এক বাইক আরোহী। তবে বাইক আরোহীর নাম পরিচয় পাওয়া যায় নি। স্থানীয় সূত্রে খবর, হলদিয়া – পড়িহাটি গামী বাসের সাথে এই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার দুপুর ২টো নাগাদ বাসটি হলদিয়া থেকে ঝাড়গ্রাম আসছিল। ঠিক তার আগেই ঝাড়গ্রামের শালবনির কাছে বরিয়ার জঙ্গলে ৫ নম্বর রাজ্য সড়কের উপর বাসের সাথে বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষের ফলে দুর্ঘটনাটি ঘটে। বাস এবং বাইক আরোহী মুখোমুখি হয়ে পড়ার বাইকটি বাসের নিচে ঢুকে যায়।
তবে অল্পের জন্যে প্রাণে বাঁচেন বাইক চালক। স্থানীয়দের বক্তব্য ওই রাস্তায় দ্রুত গতিতে গাড়ি চলাচলের ফলে এই ঘটনা ঘটেছে বলে অনুমান। ঘটনার পর কিছুক্ষণের জন্য যানচলাচল ব্যাহত হয়। ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাইক চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা জানার চেষ্টা করছে পুলিশ।