সপরিবারে ঈদের উৎসবে মাতলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন
State Minister Sabina Yasmin celebrates Eid with her family

Truth Of Bengal: মালদায় সপরিবারে ঈদের উৎসবে মাতলেন রাজ্যের জলপথ সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন মালদার কালিয়াচকের চাঁদপুরের বাড়িতে ঈদের নামাজ পাঠ করেন সাবিনা। এরপর পরিবারসহ ঈদের উৎসবের সামিল হন তিনি। একইসঙ্গে শান্তি ও সম্প্রীতি কামনা করে জেলা ও রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মন্ত্রী।
সোমবার গোটা দেশ জুড়েই সারম্বরে পালিত হয় ঈদ উৎসব। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়েই ঈদের নামাজ পাঠ এবং ঈদুলফিতর উৎসবে মাতলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন বাড়িতেই মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তার দুই মেয়ে, স্বামী এবং পরিবারের অন্যান্য আত্মীয়-স্বজনদের নিয়েই বাড়িতেই ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এদিন সকালে বাড়িতেই সকল সদস্যদের উপস্থিতিতেই নামাজ পাঠ করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এরপর মিষ্টিমুখ ও শুভেচ্ছা বার্তা একে অপরকে জানানো হয়।
মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, “গোটা দেশ জুড়ে এদিন ঈদ উৎসব পালিত হচ্ছে। সকলের সুস্থতা কামনা করি। সুষ্ঠুভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখেই যাতে ঈদ উৎসবে সাধারণ মানুষ সামিল হন সেই আহবান জানাই। এর পাশাপাশি মন্ত্রীর বড় মেয়ে বিদেশে থাকায় তাকে ভিডিও কলের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাই।”