রাজ্যের খবর

কুল্পিতে উল্টে গেল মাছ বোঝাই গাড়ি, গুরুতর আহত ৩

Fish-laden truck overturns in Kulpi, 3 seriously injured

Truth Of Bengal: কুল্পির ১১৭ নম্বর জাতীয় সড়কে ভয়াবয় গাড়ি দুর্ঘটনা। মাছ বোঝাই গাড়ি উল্টে গুরুতর আহত ৩। কাকদ্বীপের দিক থেকে ডায়মন্ড হারবার মাছের আড়তে মাছ নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

দক্ষিণ ২৪ পরগনা কুলপি থানার অন্তর্গত নিশ্চিন্তপুর জামতলা এলাকায় ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর মাছ বোঝাই গাড়ি উল্টে পথ দুর্ঘটনার ঘটে। দুর্ঘটনায় আহত তিন বর্তমানে চিকিৎসা অধীনে রয়েছে বেলপুকুর স্বাস্থ্য কেন্দ্রে।

কাকদ্বীপের মাছ চাষী ধনঞ্জয় হালদার। সে গাড়ি করে কাকদ্বীপের দিক থেকে ডায়মন্ড হারবার মাছের আড়তে মাছ নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে নিশ্চিন্তপুর জামতলা এলাকায় গাড়ির সামনের চাকা বাঁদিকের অংশ ব্লাস্ট করে। এর জেরে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে গাড়িটি। তৎক্ষণাৎ গাড়িটি উল্টে যায়।  এর প্রভাবে গাড়িতে থাকা মাছ ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর ছড়িয়ে পড়ে।

স্থানীয় সুত্রে খবর, স্থানীয়রা গাড়িতে থাকা তিনজন আহত ব্যক্তিদের কে বেলপুকুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। পাশাপাশি স্থানীয় মানুষজন রাস্তায় ছড়িয়ে থাকা মাছ একত্রিত করে ক্যারেট ভর্তি করে দেয়। পরবর্তী সময় অন্য একটি গাড়ি করে সেই মাছ গুলি ডায়মন্ড হারবার মৎস্য আড়তে নিয়ে যাওয়া হয়। আহত গাড়ি চালক শুভেন্দু মন্ডল এবং গাড়িতে থাকা দুই ব্যক্তি ভূতনাথ বেরা, রাকেশ দাস বর্তমানে বেলপুকুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আছে বর্তমানে সবাই তিনজনেই সুস্থ রয়েছে।

Related Articles