রাজস্থান ম্যাচেই জয়ে ফিরতে মরিয়া নাইটরা
Knights desperate to return to winning ways in Rajasthan match

Truth Of Bengal: ঘরের মাঠে প্রথম ম্যাচেই বিরাট কোহলিদের আরসিবির কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। কিন্তু তাতে কি! এইরকম হতেই পারে। এই নিয়ে এত চিন্তা করতে নারাজ কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। বুধবার গুয়াহাটিতে ফের তারা মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। এই ম্যাচের আগে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন নাইটদের বোলিং কোচ ভরত অরুণ।
সেই ম্যাচেই সঞ্জু স্যামসনের বিরুদ্ধে মাঠে নামার আগে সাংবাদিকদের হয়ে ভরত অরুণ জানান, ‘রাজস্থানের বিপক্ষে ম্যাচে আমাদের জয় পেতেই হবে। আমরা সেই লক্ষ্য নিয়েই মাঠে নামব। প্রথম ম্যাচে ঘরের মাঠে আমরা হারের মুখ দেখেছি ঠিক কথাই, কিন্তু তাই বলে আমরা একেবারেই ভাল খেলেনি তা একেবারেই নয়। খেলায় হার-জিত থাকতেই পারে। তবে দ্বিতীয় ম্যাচ থেকে আমরা জয়ের সরণীতে ফিরতে চাই।’
মাঠ সম্বন্ধে বলতে গিয়ে নাইট দলের সহকারী বোলিং কোচ জানান, ‘আশাকরি পিচ ভাল হবে। এবং আমাদের বোলাররাও যথেষ্ট সুবিধা পাবেন। মাঠের আউটফিল্ডও যথেষ্ট ভাল রয়েছে। সুতরাং দুটি দলের পক্ষেই ভাল ম্যাচ উপহার দেওয়া সম্ভব হবে।’