প্রযুক্তি

সাইবার জালিয়াতির ফাঁদ থেকে ব্যবহারকারীদের বাঁচাতে হোয়াটসঅ্যাপের নয়া ফিচার

WhatsApp's new feature to protect against cyber fraud traps

Truth Of Bengal: হরদমই এখন অশ্লীল ভিডিও, সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করার নামে ব্যক্তিগত তথ্য হাতানোর মতো জালিয়াতির ঘটনা ঘটছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সাইবার অপরাধীদের জালিয়াতির ঘটনা থেকে রক্ষা করতে নতুন ফিচার নিয়ে কাজ করছে মেটা কর্তৃপক্ষ।

কী সেই ফিচার?

এখন হোয়াটসঅ্যাপে ভিডিও কল করলে, অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনের সামনের ক্যামেরাটি খুলে দেয়, অর্থাৎ ক্যামেরা চালু না থাকলে কলটি ধরার কোনও উপায় থাকে না। কিন্তু নয়া ফিচার চালু হলে হয়ত আপনি ক্যামেরা চালু না করেই কলটি ধরতে পারবেন। এরকমই একটি ফিচারের ওপর কাজ করছে মেটা। Android Authority এর রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীরা শিগগিরই ভিডিও কল করার সময় একটি নতুন “Turn off your video” অপশন দেখতে পাবেন।

এই বোতাম ট্যাপ করলেই ক্যামেরা অফ হয়ে যাবে এবং ব্যবহারকারী শুধু ভয়েজ মোডে কল ধরতে পারবেন। এই ফিচারটি পাওয়ার জন্য অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ নতুন সংস্করণে আপডেট করতে হবে। এছাড়াও, ক্যামেরা বন্ধ করার সময় হোয়াটসঅ্যাপে “Accept without video” অপশন অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা যদি চান তাঁকে না দেখা যায়, এখন সেটাও করা যাবে।

Related Articles