রাজ্যের খবর

বিশ্বভারতী স্থায়ী উপাচার্য হলেন ডঃ প্রবীর কুমার ঘোষ

Dr. Prabir Kumar Ghosh appointed as permanent Vice-Chancellor of Visva-Bharati

Truth Of Bengal: বিশ্বভারতীর নতুন স্থায়ী উপাচার্য হলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ডঃ প্রবীর কুমার ঘোষ৷ ২০২৩ সালের ৮ নভেম্বরের পর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়নি৷ এবার দীর্ঘ ১৫ মাস পর অবশেষে স্থায়ী উপাচার্য পেল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। বুধবার বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে প্রাক্তন উপাচার্য বিনয় সোরেন দায়ভার তুলে দেন নবনিযুক্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষের হাতে।

এদিন উপাচার্য যোগদান করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তিনি সমস্ত ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এর আগেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছেন। কেন্দ্রীয় মন্ত্রক তাকে বিশ্বভারতীতে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে তা তিনি সঠিকভাবে পূরণ করবেন।

২০১৮ সালে নিযুক্ত হওয়া উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ঘিরে নানা বিতর্ক শুরু হয়েছিল। ২০২৩ সালের নভেম্বরে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর আর কোন উপাচার্য নিয়োগ করেনি কেন্দ্র। এবার আইসিএআর-এর প্রাক্তন উপাচার্য প্রবীর কুমার ঘোষ হলেন বিশ্বভারতীর বর্তমান উপাচার্য৷ তাঁকে ১৯৫১ সালের বিশ্বভারতীর আইন অনুযায়ী নির্বাচন করা হয়েছে বলে খবর।

Related Articles