সরকারি কর্মচারীদের জন্য সুখবর! অ্যাড হক বোনাস ও উৎসব অগ্রিম বাড়াল রাজ্য
Good news for public servants! State hikes ad hoc bonus, festival advance

Truth of Bengal: শারদোৎসব ও ইদের আগে রাজ্য সরকার অ্যাড হক বোনাস এবং উৎসব অগ্রিম বাড়ানোর ঘোষণা করেছে। মঙ্গলবার রাজ্যের অর্থ দপ্তরের তরফে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত যেসব কর্মীদের মাসিক বেতন ৪৪ হাজার বা তার নিচে, তাঁরা এবার অ্যাড হক বোনাস হিসেবে পাবেন ৬,৮০০ টাকা। গত বছর এই বোনাসের পরিমাণ ছিল ৬,০০০ টাকা এবং তখন বেতনের ঊর্ধ্বসীমা ছিল ৪২ হাজার টাকা। অর্থাৎ, এবছর বোনাস ৮০০ টাকা বৃদ্ধি পেল।
উৎসব অগ্রিমেও বৃদ্ধি করা হয়েছে। যাঁদের মাসিক বেতন ৪৪ হাজার থেকে ৫২ হাজার টাকার মধ্যে, তাঁরা এবার উৎসব অগ্রিম হিসেবে পাবেন ২০,০০০ টাকা। গত বছর এই সীমা ছিল ৪২ হাজার থেকে ৫০ হাজার টাকা এবং অগ্রিমের পরিমাণ ছিল ১৮,০০০ টাকা। অর্থাৎ, এবছর উৎসব অগ্রিম ২,০০০ টাকা বেড়েছে।
শুধু কর্মচারীরাই নন, বর্ধিত অ্যাড হক বোনাস পাবেন পেনশনভোগীরাও। রাজ্য সরকার অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্যও উৎসব ভাতা ঘোষণা করেছে। ৩১ মার্চ ২০২৫-এর মধ্যে যাঁরা অবসর নিয়েছেন বা নেবেন, তাঁদের মধ্যে যাঁদের মাসিক পেনশন ৩৮,০০০ টাকার কম, তাঁরা উৎসব ভাতা হিসেবে পাবেন ৩,৫০০ টাকা। গত বছর এই ভাতা ছিল ৩,২০০ টাকা, অর্থাৎ এবার ৩০০ টাকা বৃদ্ধি পেল।
রাজ্যের সমস্ত সরকারি অধীনস্থ সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও এই সুবিধা পাবেন। তৃণমূল সমর্থিত রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারি কর্মচারীদের কথা ভাবেন, তা আবারও প্রমাণিত।”
অল বেঙ্গল পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মনোজ চক্রবর্তী ঈদের আগে এই ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য উৎসবের আগে এই ঘোষণায় খুশির হাওয়া বইছে।