পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস, আত্মঘাতী ১ যুবক
A young man committed suicide by hanging himself due to family conflict

Truth Of Bengal: পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন ৩৪ বছর বয়সী এক ব্যক্তি। নদীয়ার শান্তিপুর থানার পাঁচপোতা এলাকার ঘটনা। শনিবার রাতে ওই ব্যক্তিকে ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করে।
অনেক দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বছর ৩৪ এর সন্তোষ ঘোষ। রোগে আক্রান্ত হাওয়ার পর থেকেই অবসাদ শুরু হয় তার। সেই অবসাদের মধ্যেই তাঁকে সহ্য করতে হতো পারিবারিক অশান্তি। এর ফলে মানসিক অবসাদ তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। এর জেরেই সন্তোষ আত্মঘাতী হয়েছে বলে তার পরিবারের ধারণা। ঘটনাটি ঘটেছে, নদীয়ার শান্তিপুর থানার পাঁচপোতা এলাকায়।
শনিবার রাতে ওই ব্যক্তিকে ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবার। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসকরা পুলিশকে খবর দিলে হাসপাতাল থেকে মৃতদেহ থানায় নিয়ে এসে রবিবার ময়না তদন্তের জন্য পাঠানো হয় পুলিশ মর্গে। সন্তোষর আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকাহত গোটা পরিবার।
পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলে ৩৪ বছর বয়সী এক ব্যক্তি। জানা যায়, মৃত ব্যক্তির নাম সন্তোষ ঘোষ, বয়স ৩৪। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে ওই ব্যক্তিকে ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারা। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
চিকিৎসকরা পুলিশকে খবর দিলে হাসপাতাল থেকে মৃতদেহ থানায় নিয়ে এসে রবিবার ময়না তদন্তের জন্য পাঠানো হয় পুলিশ মর্গে। পরিবারের দাবি, ওই ব্যক্তি রোগে আক্রান্ত হওয়ায় মানসিক অবসাদে ভুগত। তার মধ্যেও পরিবারে লেগে থাকত অশান্তি। ওই ব্যক্তির আত্মঘাতী হওয়ার পেছনে এটাই কারণ আছে বলে মনে করছে পরিবার।