IPL 2025খেলা

আইপিএল-এ স্বস্তির খবর হায়দরাবাদ শিবিরে, দলে ফিরলেন নীতীশ

Relief news in Hyderabad camp in IPL, Nitish returns to the team

Truth Of Bengal: আইপিএল শুরু হতে এখন হাতে আর বাকি ছটা দিন। তার আগেই সু-খবর হায়দরাবাদ শিবিরে। ক্রিকেটের এই মেগা ইভেন্টে মাঠে নামার জন্য নিজামের দলটির হয়ে প্রস্তুত নীতিশ রেড্ডি। গত জানুয়ারি মাসে ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলার সময়ই চোট পেয়েছিলেন তিনি। তারপর থেকেই মাঠের বাইরে ছিলেন নীতিশ। শনিবার নীতিশকে সানরাইজার্স হায়দরাবাদ দলের শিবিরে যোগ দিতে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

চোট থেকে ফিরে নিজেকে ম্যাচ ফিট করে তোলার জন্য জাতীয় ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে এতদিন প্রস্তুতি সারছিলেন এই অলরাউন্ডার। সংবাদ সংস্থা সূত্রে খবর, নীতিশ এনসিএ-র যাবতীয় টেস্ট সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। তাই এখন তাঁর মাঠে নামতে আর কোনও অসুবিধা নেই। বিশেষ সূত্রের খবর, মাঠে নামার জন্য এনসিএ-র ক্লিনশিট-ও পেয়ে গিয়েছেন নীতীশ।

গত আইপিএল-এর আসরে এই হায়দরাবাদী ক্রিকেটার তাঁর নিজের শহরের দলের হয়ে মোট ১৩টি ম্যাচে ৩০৩ রান করেছিলেন। চলতি আইপিএল-র মেগা নিলামে গত বছরের পারফরম্যান্স ভাল থাকার কারণে তাঁকে ধরে রেখেছে এবারও ধরে রেখেছ হায়দরাবাদ। এখন দেখার নীতীশ আইপিএল-এ তাঁর দলের হয়ে কতটা ভাল পারফরম্যান্স করতে পারেন।

Related Articles