
Truth Of Bengal: রাজ্যে ফের ঘটল ধর্ষণের ঘটনা। ৬ বছরের শিশুকে নৃশংসভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এমনই নৃশংস ঘটনা ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জে। বর্তমানে নির্যাতিতা শিশুটি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
নির্যাতিতা শিশুটির পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, দোলের দিন মেয়ে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল। অভিযুক্ত যুবক মেয়েটিকে ঘুড়ি দেওয়ার নাম করে নাম করে ডেকে নিয়ে যায়। শিশুটির সঙ্গে থাকা তার বন্ধুকে বাড়ি চলে যেতে বলে। এরপরই হাতে ৫ টাকা গুঁজে দিয়ে শিশুটির উপর পাশবিক নির্যাতন চালায় অভিযুক্ত। বাড়ি ফিরে মেয়েটি শুধু কাঁদতে থাকায় মায়ের সন্দেহ হয়। এরপর মায়ের প্রশ্নের জবাবে কাঁদতে কাঁদতে সবটা জানায় সে।
এই ঘটনার খবর পেয়েই তদন্ত শুরু করে পুলিশ। মেখলিগঞ্জের এসডিপিও আশিষ পি সুব্বা জানিয়েছেন, ‘অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের ভিত্তিতে এর উপযুক্ত বিচার হবেই।‘ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা চলছে। পুরো বিষয়টি নিয়ে চলছে তদন্ত। এই ঘটনা নিয়ে কোচবিহারের মেখলিগঞ্জে ছড়িয়েছে চাঞ্চল্য।