রাজ্যজুড়ে ‘টোটো পলিসি’ করতে চলেছে রাজ্য সরকার
State government to implement 'Toto Policy' across the state

Truth Of Bengal: জয় চক্রবর্তী: টোটো নিয়ন্ত্রণে বড়সড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। বিধানসভার প্রশ্ন উত্তর পর্বে বিজেপি বিধায়ক শংকর ঘোষের প্রশ্নের উত্তরে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন, গোটা রাজ্য জুড়েই টোটো নিয়ন্ত্রণে পলিসি তৈরীর কথা ভাবছে রাজ্য সরকার।
বিষয়টা খুব দ্রুত যাতে বাস্তবায়ন হয় তার জন্য পরিবহন দপ্তর উদ্যোগ নিয়েছে। মূলত শিলিগুড়ি শহরের যানজট মুক্ত করতে কি ব্যবস্থা করছে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পরিবহন মন্ত্রী জানিয়েছেন, রেজিস্ট্রেশন নয় এমন টোটোর সংখ্যা রয়েছে শিলিগুড়িতে। সংসার চালানোর জন্য অনেকেই টোটো চালান। ৭০০০ অনিয়ন্ত্রিত টোটো রয়েছে।
পাশাপাশি চার হাজার রিক্সা রিকশাকে নির্দিষ্ট কিউআর কোড দিয়ে নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট রাস্তায় চলাচলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শিলিগুড়িতে অন্তরাজ্য এবং আন্তরজ্য বাস টার্মিনাল তৈরির ভাবনা রয়েছে বলে বিধানসভার অধিবেশনে জানান পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।