ডাল সিদ্ধ করার সময় প্রেসার কুকার ফেটে আহত দুই মিড ডে মিল কর্মী
Two mid-day meal workers injured in pressure cooker blast

Truth Of Bengal: পান্ডুয়ার শান্তিনগর বিবেকানন্দ নগর জিএসএফপি প্রাইমারি স্কুলে দুশো জন ছাত্রছাত্রীর জন্য মিড ডে মিলে রান্না চলছিল মঙ্গলবার দুপুরে। প্রেসার কুকারে ডাল সিদ্ধ করার সময় ঘটে বিপত্তি। আচমকাই ব্লাস্ট করে প্রেসার কুকার। তাতে আহত হন মিলি দত্ত ও আরতি লোহার নামে দুই মিড ডে মিল কর্মী। বিকট শব্দ শুনে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছুটে আসেন। আহতদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। দুজনেরই মুখ ও হাতে গুরুতর আঘাত লেগেছে।
স্কুলের প্রধান শিক্ষিকা সম্পা দেবনাথ চট্টোপাধ্যায় বলেন, “প্রেসার কুকারে রান্না করা হচ্ছিলো । হঠাৎ প্রচন্ড শব্দ হয়। গিয়ে দেখি কুকার ব্লাস্ট করেছে। দুজন মিড ডে মিল কর্মী আহত হয়। একজনের কপালে একটা সেলাই দিতে হয়।“
এই ঘটনায় অন্য কোন রাধুনী বা বাচ্চাদের কিছু হয়নি। তবে গ্যাস ওভেনটার ক্ষতি হয়েছে। আবার শ্রীরামপুরের মাহেশে একটি রেস্তোরাঁয় আগুন লাগে।দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। একজন কর্মচারী সামান্য আহত হয়েছেন বলে জানা যাচ্ছে ।