
Truth Of Bengal: মধ্যরাতে বীরভূম জেলার ময়ূরেশ্বর এক নম্বর ব্লক এলাকার গাজীপুর গ্রামে আগুন লাগে। পরপর ৪টি বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গাজীপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে প্রথমে একটি বাড়িতে আগুন লাগে আর কিছুক্ষণের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও ৩টি বাড়িতে।
বীরভূমে আগুন, ক্ষতিগ্রস্থ ৩ টি বাড়ি pic.twitter.com/mSOkwCX4gX
— TOB DIGITAL (@DigitalTob) March 5, 2025
এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়ে গোটা গ্রাম। আগুন লাগার ঘটনা খবর দেওয়া হয় দমকল অফিসে। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। শেষমেষ দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভানোর কাজ সম্পন্ন হয় বলে জানা যায়।
তবে কিভাবেই বা এই আগুন লাগার ঘটনা ঘটলো সে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এরপর ওই ঘটনাস্থলে আসে মল্লারপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে আরো জানা যায়, এই অগ্নিকাণ্ডে গবাদি পশু সহ বাড়ির ব্যবহৃত বিভিন্ন জিনিস পুড়ে নষ্ট হয়েছে। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে নেকবাস সেখ, মোসলেম শেখ, ইজাহার শেখ সহ আরও এক ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে নষ্ট হয়ে যায় বাড়ির বিভিন্ন জিনিসপত্র।