
Truth Of Bengal: দোলযাত্রা, ঈদে অতিরিক্ত নজরদারির নির্দেশ। সমস্ত জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের নির্দেশ। নবান্ন থেকে নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোল, রমজান নিয়ে সতর্ক থাকা নির্দেশ দিয়েছেন।
বিষয়টিকে সামনে রেখে মুখ্য সচিব মনোজ পন্থের পৌরহিত্তে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক হয়। ভার্চুয়ালি সেই বৈঠকে পুলিশ সুপার সহ বেশ কিছু উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি। সেই বৈঠক থেকেই আইন শৃঙ্খলার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন রাজীব কুমার বলি নবান্ন সূত্রে খবর।