আন্তর্জাতিক

ভয়াবহ পথ দুর্ঘটনা থাইল্যান্ডে, মৃত্যু হয়েছে ১৮ জনের, আহত ২৩ জন

Terrible road accident in Thailand, 18 dead, 23 injured

 

Truth Of Bengal : ভয়াবহ পথ দুর্ঘটনা থাইল্যান্ডে। এই যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খাদে, এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জন যাত্রীর। জানা গেছে দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদের সকলের বয়স খুবই অল্প। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহতের সংখ্যা ২৩ জন।

সূত্রের খবর দুর্ঘটনাটি ঘটেছে ২৬ ফেব্রুয়ারি বুধবার, পুলিশ সূত্রে জানা গেছে ওই বাসের মধ্যে ছিল ৪৯ জন যাত্রী, যাদের মধ্যে অধিকাংশই ছিল থাই নাগরিক। আচমকাই চালক ওই বাসের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনার পর সেখানে তড়িঘড়ি পৌঁছয় উদ্ধারকারী দল। উপস্থিত হয়েছিলেন মেডিক্যাল বিভাগের বহু কর্মী। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে সেই দেশের পুলিশ। গাড়ির চালক মধ্যপ অবস্থায় ছিলেন কিনা সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।

ইতিমধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনার প্রতি সমবেদনা জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। তিনি এই ঘটনায় গভীরভাবে শোকাহত বলে জানিয়েছেন। পুলিশ সূত্রে খবর এই বাস যাচ্ছিল শিক্ষা সফরে। গাড়িটির অবস্থা কেমন ছিল সেই বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ। এমনকি দুর্ঘটনা ঘটার আগে গাড়ির মধ্যে কোন যান্ত্রিক ত্রুটি হয়েছিল কিনা সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।

Related Articles