খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেললেও আইপিএল-এ ফিরতে মরিয়া প্যাট কামিন্স

Pat Cummins is desperate to return to IPL despite not playing in the Champions Trophy

Truth Of Bengal: পাকিস্তানে এখন চ্যাম্পিয়ন্স ট্রফির আসর খেলতে ব্যস্ত অস্ট্রেলিয়া। এবার ক্যাঙারু বাহিনী থেকে চোটের কারণে বাদ পড়ছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। কাজেই এখন রিহ্যাব ও পরিবারের সঙ্গেই দিন কাটছে তাঁর। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেও আসন্ন আইপিএল-র আসরে মাঠে নামতে মরিয়া কামিন্স।

অস্ট্রেলিয়া সংবাদমাধম্যকে দেওয়া এক সাক্ষাৎকারে কামিন্স জানান, ‘আমি আগামী সপ্তাহ থেকে বোলিং অনুশীলন শুরু করব। এবং আমি আশাবাদী আসন্ন আইপিএল-এ মাঠে নামার ব্যাপারে।’

পাশাপাসি কামিন্স আরও জানান, ‘আসন্ন আইপিএল-এর আসরে আমার মাঠে নামার মূল লক্ষ্যই হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনাল ম্যাচের জন্য নিজেকে তৈরি করে রাখা। যা অনুষ্ঠিত হবে আগামী জুন মাসের ১১ তারিখ থেকে। তার আগে আইপিএল শুরু হয়ে যাবে। ফলে নিজেকে ফের ছন্দে ফিরে পাওয়ার এটাই উপযুক্ত সময়।’ উল্লেখ্য, এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্স শিপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।

প্রসঙ্গত, কামিন্সকে রেখেই এবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক তালিকা ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু তারপরই ঘোষণা করা হয় চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামতে পারবেন না অজি অধিনায়ক। শুধু কামিন্সই নন, তাঁর সঙ্গে একই কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে দল থেকে ছিটকে গিয়েছেন পেসার হেজালউড, অল রাউন্ডার মাইকেল স্টেইনস এবং মিচেল মার্শ-ও।

Related Articles