কলকাতা

চলতি অধিবেশনে শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ককে সাসপেন্ড

4 BJP MLAs including Subhendu suspended in current session

Truth Of Bengal: ফের হইচই বিধানসভায়। প্রতিবাদের ছলে অধ্যক্ষের দিকে ছোড়া হল কাগজ! তারই ‘শাস্তি’ স্বরূপ চলতি অধিবেশনে সাসপেন্ড হল বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী-সহ চার বিজেপি বিধায়ককে। এদিন শুভেন্দু অধিকারির সঙ্গে অগ্নিমিত্রা পল, বিশ্বনাথ কারক ও বঙ্কিম ঘোষকে আগামী ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে।

এদিন অধিবেশনের শুরুতেই রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগে বিজেপি বিধায়করা সরব হয়ে তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করে। প্রথমে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রার নেতৃত্বে মহিলা সদস্যদের তরফ থেকে ওই মর্মে এক মুলতুবি প্রস্তাব আনা হয়। ওই প্রস্তাব পাঠের জন্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অনুমতি দিলেও আলোচনার দাবি খারিজ করে দেওয়া হয়। এরপরই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা কাগজপত্র ছিঁড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে বিরোধী দলনেতার ভূমিকা ব্যবস্থা নেওয়ার কথা তোলা হলে বিজেপির প্রতিবাদের স্বর উচ্চ হয়ে ওঠে। এরপর ওয়াকআউট করে বিজেপি বিধায়করা বিধানসভার লবিতে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

সোমবারের এই ঘটনায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, ”বিধানসভায় একটু আধটু চিৎকার-চেঁচামেচি হয়। হতেও পারে। কিন্তু আজ যেভাবে স্পিকারের দিকে তেড়ে গিয়ে কাগজ ছুঁড়ে মারা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়।”

Related Articles