কলকাতা

অপরাজিতা বিল আইনে পরিণত হোক, রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল সাংসদরা

Trinamool MPs approach President to ensure Aparajita Bill becomes law

Truth Of Bengal : অপরাজিতা বিল আইনে পরিণত করতে সম্মতি দিন।রাষ্ট্রপতির দরবারে গিয়ে আবেদন করলেন তৃণমূল কংগ্রেসের ৯মহিলা সাংসদ সহ ১১জন সাংসদ।নারী নির্যাতনের মতো অনভিপ্রেত ঘটনা রুখতে কেন কঠোরতম শাস্তি প্রয়োজন তার ব্যাখা দেন প্রতিনিধিদলের সদস্যরা।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন বলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও প্রতিমা মণ্ডল জানিয়েছেন।

আরজিকরে তরুণী চিকিত্সকের খুনও নির্যাতনের ঘটনার পর রাজ্যে নারী নির্যাতন রদে বড় সিদ্ধান্ত নেয় বাংলার সরকার।রাজ্য বিধানসভায় ধর্ষকদের কঠোরতম সাজার ব্যবস্থা করতে আনা হয় অপরাজিতা উইমেন্স অ্যান্ড চাইল্ড -২০২৪ বিল।সর্বসম্মতভাবে সেই বিল পাস হওয়ার পর তা যায় রাজ্যপাল সিভিআনন্দ বোসের কাছে।রাজ্যপালের সম্মতি মেলার পর বিলটি পাঠানো হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে।৬মাস হয়ে গেলেও রাষ্ট্রপতি এই বিলটি নিয়ে সম্মতি না জানানোয় তা আইনে পরিণত হয়নি।তাই অপরাজিতা বিলে অনুমোদন দেওয়ার জন্য বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের ৯মহিলা সাংসদ ছাড়াও ১১জন সাংসদ  রাষ্ট্রপতির দ্বারস্থ হন। সুদীপ বন্দ্যোপাধ্যায় –ডেরেক ওব্রায়েন ছাড়াও দলে ছিলেন সাংসদ মহুয়া মৈত্র, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সাগরিকা ঘোষ, জুন মালিয়া, সায়নী ঘোষ, সাজদা আহমেদ, মিতালি বাগ, সুস্মিতা দেব।

মহিলা প্রতিনিধি হিসেবে দোলা সেন, প্রতিমা মণ্ডলরা রাষ্ট্রপতি মুর্মুকে ‘অপরাজিতা বিল’ সংক্রান্ত যাবতীয় তথ্য বোঝান।সেখানে তাঁরা তুলে ধরেন তিনি সই করে দিলে আইন কার্যকর হবে এবং তাতে রাজ্যে নারী নির্যাতনের ঘটনায় কঠোরতম শাস্তি নজির হয়ে থাকবে। তাই অপরাজিতা বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরের গুরুত্ব অপরিসীম, তা বোঝান তৃণমূল সাংসদরা।

রাষ্ট্রপতি দ্রুততার সঙ্গে অপরাজিতা বিলে সম্মতি জানান,চাইছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা।বাংলার এই বিল কার্যকর হলে তা জাতীয় স্তরে মডেল হয়ে উঠবে বলে আশা।

Related Articles