“অভয়া মঞ্চ” এর ডাকে অনুষ্ঠিত মিছিল আরজি করের গেটে আটকে দিল সিআইএসএফ
CISF stops procession held under the slogan of "Abhaya Mancha" at RG Kar gate

Truth of Bengal: কলেজ স্ট্রিট থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিল আজ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে। “অভয়া মঞ্চ” এর আহ্বানে অনুষ্ঠিত এই মিছিলে একাধিক রাজনৈতিক নেতাও অংশগ্রহণ করেন।

কংগ্রেস নেতা সৌম্য আইচ, আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য, সিপিএম ব্যারাকপুর প্রার্থী দেবদূত ঘোষ সহ আরও অনেকেই মিছিলে যোগ দেন।

মিছিলটি যখন আরজি কর হাসপাতালে পৌঁছায়, সিআইএসএফ সদস্যরা গেটের কাছে তাদের প্রবেশে বাধা দেন। এই নিয়ে মিছিলে অংশগ্রহণকারী প্রতিবাদকারীদের সঙ্গে সিআইএসএফের বচসা বাঁধে। অবশেষে বেলগাছিয়া রোডে বসে অবরোধ শুরু করেন তারা।
“অভয়া মঞ্চ” এর ডাকে অনুষ্ঠিত মিছিল আরজি করের গেটে আটকে দিল সিআইএসএফ pic.twitter.com/DZrdCTWMtp
— TOB DIGITAL (@DigitalTob) February 9, 2025
হাসপাতালের ভিতরে ঢুকতে না দেওয়ায় প্রতিবাদকারীরা রাস্তা বন্ধ করে বসে পড়েন। গেটের বাইরে ‘demanding justice for the victim’ স্লোগান দিতে থাকেন তারা।

আজ নির্যাতিতার জন্মদিন, আর তাই এই বিশেষ দিনে তার বাবা-মাও মিছিলে যোগ দেন। ৬ মাস আগে ঘটে যাওয়া আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ জানাতে তারা এই মিছিলে অংশ নেন।

মিছিলকারীরা বলছেন, “নির্যাতিতার প্রতি সুবিচার পাওয়া দরকার”।