রাজ্যের খবর

তারস্বরে মাইক বাজানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত পান্ডুয়া থানার পুলিশ

Pandua police station police officer attacked for trying to stop microphone from playing in his voice

Truth Of Bengal: হুগলির পান্ডুয়ায় সরস্বতী পুজোর শোভাযাত্রায় তারস্বরে মাইক বাজানো বন্ধ করতে গিয়ে হামলার মুখে পড়লেন পুলিশকর্মীরা। ইটের আঘাতে গুরুতর আহত হলেন পান্ডুয়া থানার এএসআই রাজদেব হাজরা এবং এক ভিলেজ পুলিশ। শনিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাঁচঘরা তোড় গ্রামপঞ্চায়েতের নিয়াল গ্রামে।

সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। কিন্তু সরস্বতী পুজো শেষ হলেও গ্রামে এখনও হয়নি প্রতিমা নিরঞ্জন। শনিবার সকালে একদল যুবক উচ্চস্বরে মাইক বাজিয়ে আনন্দ করছিলেন। মাধ্যমিক পরীক্ষার্থীদের পড়াশোনায় সমস্যা হচ্ছে, এই অভিযোগে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।

পুলিশ গ্রামে গিয়ে মাইক বন্ধ করার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জনতা পুলিশকে ঘিরে ধরে, তাদের সঙ্গে বচসা হয়। এরপর আচমকাই পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। গুরুতর চোট পান এএসআই রাজদেব হাজরা ও ভিলেজ পুলিশ সুদীপ ঘোষ। আহতদের পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত এএসআই রাজদেব হাজরা বলেন, “অনেকবার বলার পরও মাইক বন্ধ করা হয়নি। আমরা গেলে জনতা আক্রমণ করে, টানাহেঁচড়া করে, পেছন থেকে মারধর করে। বড় বড় ইট নিয়ে হামলা হয়, তাতেই আমার মাথা ফেটে যায়।” এই ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছয়। ইতিমধ্যেই কয়েকজনকে আটক করেছে পুলিশ।

কয়েকদিন আগেই বীরভূমে নকল কয়েনের কারবার বন্ধ করতে গিয়ে পুলিশের উপর হামলা হয়। সিউড়িতে দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়ে থানার আইসি আক্রান্ত হন। এমনকি কলকাতার গার্ডেনরিচেও পুলিশের ওপর হামলা হয়। সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে, কেন বারবার তারাই আক্রান্ত হচ্ছেন? আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে পুলিশের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে।

Related Articles