রাজ্যের খবর

সরকারি বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি, তদন্তে শান্তিপুর পুলিশ

Shantipur police investigating daring theft at government school

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: বিদ্যালয়ের পাঁচটি আলমারি ভেঙ্গে দুঃসাহসিক চুরি করে পালানোর সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিন নিয়েও পালিয়েছে চোর। নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহ পুর উচ্চ বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে বিদ্যালয় চত্বরে। বিদ্যালয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে বিদ্যালয় খোলার সময় নজরে আসে প্রধান শিক্ষকের ঘরের দরজা খোলা। এবং ভেতরে পাঁচটি আলমারি ভাঙা অবস্থায় রয়েছে।

আলমারিতে থাকা নগদ বারো হাজার টাকাও গায়েব হয়েছে এই চুরির ঘটনায়। শুধু তাই নয়, চুরি করে পালানোর সময় নতুন সিসিটিভি ক্যামেরা এবং ডিভিআর মেশিন নিয়ে পালিয়েছে চোরের দল। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র বিদ্ধান্ত জানান, তার চাকুরী জীবনে আর চার দিন রয়েছে, তার মধ্যে এই প্রথম বিদ্যালয়ে এরকম ঘটনা ঘটলো। এই চুরির ঘটনায় শান্তিপুর থানা এবং বিদ্যালয়ের সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। যদিও চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই কে বা কারা এই চুরির সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Related Articles