আসানসোলে মাটি ধসে মৃত্যু তিন শ্রমিকের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ১
Three workers die in Asansol landslide, 1 in critical condition in hospital

Truth Of Bengal: আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া এলাকায় মাটির নিচে জলের পাইপলাইন বসানোর সময় বড় দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার রেল সাইডিং রাস্তায় রাজ্য সরকারের ‘জলজীবন মিশন’ প্রকল্পের কাজ চলাকালীন মাটি ধসে পড়ে। এই ঘটনায় চার শ্রমিক মাটির তলায় চাপা পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ত দফতরের তত্ত্বাবধানে শ্রমিকেরা মাটি খুঁড়ে পাইপলাইন বসানোর কাজ করছিলেন। হঠাৎ করেই উপর থেকে মাটি ধসে পড়ে। ঘটনাটি নজরে আসতেই উদ্ধারকাজ শুরু করেন অন্য শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। কিন্তু মাটির ভারে চাপা পড়া শ্রমিকদের সহজে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে জেসিবি মেশিনের সাহায্যে মাটি সরিয়ে চার শ্রমিককে বের করা হয়।
তাদের দ্রুত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তিন জনকে মৃত ঘোষণা করেন। অপর একজন শ্রমিক, নীতেশ পাশওয়ান, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত তিন শ্রমিক ঝাড়খণ্ডের পাকুড় জেলার বাসিন্দা বলে জানা গেছে। তাঁদের নাম রাজ্জাক শেখ (২২), রোহিত শেখ উদ্দিন শেখ (১৮), এবং সামসুল শেখ (২০)। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।