বিনোদন

চলতি বছরেই বিয়ের পিঁড়িতে ঋতাভরী-সুমিত

Ritabhari-Sumit to get married this year

Truth Of Bengal: নতুন বছরের শুরুতেই টলিউডে বিয়ের সানাই। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। টলিপাড়ায় কান পাতলেই ভাসছে এই গুঞ্জন।

বলিউডের চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সূত্রের খবর, চলতি বছরের  ডিসেম্বরেই নাকি চার হাত এক হতে চলেছে ঋতাভরী-সুমিতের। তারকা জুটির নাকি ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা রয়েছে। তাদের বিয়ের আসর বসবে থাইল্যান্ডে। ঘরোয়াভাবে বাঙালি ও পাঞ্জাবি দুই  মতেই বিয়ে হবে বলেই খবর। সবমিলিয়ে ঋতাভরী-সুমিতের বিয়ের অপেক্ষায় রয়েছেন তাদের অনুরাগীরা।

 

উল্লেখ্য, গতবছর ‘বহুরূপী’ ছবির গানমুক্তির অনুষ্ঠানে নিজেই প্রেমের কথা স্বীকার করেন অভিনেত্রী। আর দীপাবলির সময় প্রকাশ্যে আনেন প্রেমিকের ছবি। দীপাবলিতে একসঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়।

এরপর ক্রিসমাস পার্টিতে টলিপাড়ার একঝাঁক তারকার সঙ্গে জুটিতে ধরাও দিয়েছিলেন। ঋতাভরীর প্রেমিকের নাম সুমিত অরোরা। সুমিত পেশায় সংলাপ লেখক। শাহরুখ খানের ‘জওয়ান’ থেকে শুরু করে ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ এমনকি ‘দাহাদ’ ও ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের সংলাপও তিনি লিখেছেন। সুমিত অরোরার সঙ্গে ‘জওয়ান’-এর একটি প্রোমোর জন্য কোলাব করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। সেই শুরু, এখন দেখার গুঞ্জন সত্যি করে কবে বিয়ের পিঁড়িতে বসেন ঋতাভরী-সুমিত।

Related Articles