অসমে খনি থেকে উদ্ধার ১ মৃতদেহ, আটকে এখনও ৮, উদ্ধারে এনডিআরএফ টিম
1 body recovered from mine in Assam, 8 still trapped, NDRF team in rescue

Truth Of Bengal: অসমে ভয়াবহ দুর্ঘটনা। খনিতে কমপক্ষে ৩ জনের মৃত্যুর আশঙ্কা। খনিতে প্রাথমিকভাবে ৯ জন আটকে পড়েছে। দুদিন আগে কাজ করতে গিয়ে আটকে পড়েন তাঁরা। ডিমা হাসাওয়ায়ের খনি থেকে ১ জনের দেহ উদ্ধার হয়েছে। জানা গেছে, ২১ জন ডুবুরি নামিয়ে দেহ উদ্ধার করা হয়। উদ্ধার কাজে তত্পর এনডিআরএফ, এসডিআরএফ।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই বিষয়ে জানান,প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই খনিটি বেআইনি।এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। জলস্তর এরমধ্যে ১০০ফুট ওপরে উঠে এসেছে।উল্লেখ্য , উমরাংসো এলাকায় বহু খনির কাজ হয়ে থাকে। সেখানের একটি খনিতে বন্যার জল ঢুকে যায়। প্রাথমিকভাবে ৯ জন ওই খনিতে আটকে পড়ে । উদ্ধারে সেনা, এনডিআরএফ, এসডিআরএফ-এর মতো নামানো হয়েছে নৌসেনার ডাইভাররাও।
জানা যাচ্ছে, যাঁরা আটকে রয়েছেন, তাঁদের বয়স ২৫ থেকে ৫৭ বছর। কোনও একটি খননের কাজ থেকে আন্ডারগ্রাউন্ড জল সেখানে ঢুকে পড়ে বলে জানা যাচ্ছে। তার জেরেই এই ক্ষতি। ওপর থেকে ৩ জনের দেহ ওই খনি ভিতরে দেখা যাচ্ছে সন্দেহ করা হচ্ছে।