আন্তর্জাতিক

জেলের মধ্যেই চিন্ময়কৃষ্ণকে খুনের ষড়যন্ত্র! সাক্ষাৎ না পেয়ে আশঙ্কা সনাতনী সংগঠনের

Conspiracy to kill Chinmaykrishna in prison! Traditional organizations are afraid of not meeting

Truth Of Bengal : বারংবার জামিনের আর্জি খারিজ হয়ে গেছে। বিচারের নামে প্রহসন হচ্ছে। চিন্ময়কৃষ্ণ প্রভুর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে সতীর্থদের। অভিযোগ তুলে সমাজমাধ্যমে সরব ‘ভয়েস অফ বাংলাদেশি হিন্দুস’ নামের এক সংগঠন। এমনকি সংগঠনের অভিযোগ, জেলের মধ্যেই চিন্ময়কৃষ্ণকে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে।

প্রসঙ্গত, রবিবার চিন্ময়কৃষ্ণ প্রভুর সঙ্গে দেখা করতে চট্টগ্রামের কারাগারে গিয়েছিলেন ৭ জনের সন্ন্যাসী দল। কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পরও দেখা হয়নি। অভিযোগ প্রায় ৩ ঘন্টা তাঁদের অপেক্ষা করানো হয়েছে। তারপর বলা হয়, চিন্ময়কৃষ্ণের দেখা পাওয়া যাবে। কারণ, শুধুমাত্র স্ত্রী, সন্তান এবং নিজের আইনজীবীর সঙ্গেই দেখা করার অনুমতি রয়েছে বলে জানানো হয় জেলরের তরফে। এতেই ক্ষুব্ধ সন্ন্যাসীরা। বিকেলেই নিজেদের এক্স হ্যান্ডেলে এই বিষয়ে জানিয়ে ক্ষোভ উগরে দেন তাঁরা। এমনকি সংগঠনের তরফ থেকেই দাবি করা হয়, যে ৭ জন সন্ন্যাসী কারাগারে গিয়েছিলেন তাঁদের কাছে পুলিশের অনুমতি ছিল চিন্ময়কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করার। অনুমতি থাকার পরেও, দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে কেন ফিরিয়ে দেওয়া হল, প্রশ্ন তুলে সোচ্চার হয় ওই সংগঠন।

পাশাপাশি ওই সংগঠনের তরফ থেকে আশংকা প্রকাশ করা হয়, চিন্ময়কৃষ্ণ প্রভুকে হয়ত জেলের মধ্যেই হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। এক্স হ্যান্ডেলে লেখা, ”চট্টগ্রাম কারাগারে চিন্ময় কৃষ্ণ দাসকে হত্যার ষড়যন্ত্র চলছে। পুলিশ প্রশাসনের অনুমতি থাকলেও চিন্ময় প্রভুকে সাধুদের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না জেল সুপার। জেলে তাঁর সঙ্গে খারাপ কিছু ঘটছে।”

উল্লেখ্য, বাংলাদেশে একের পর হিন্দু অত্যাচারের খবর সামনে আসছে। দেশদ্রোহের মামলায় গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসীকে। ২৫ নভেম্বর থেকেই জেলবন্দি হয়ে রয়েছেন তিনি। বারবার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তবে এবার নতুন করে আশঙ্কা সৃষ্টি হচ্ছে চিন্ময়কৃষ্ণ প্রভুকে নিয়ে।