দেশ

কিস্তোওয়ারে খাদে পড়লো বোলেরো, মৃত চার

Four dead as Bolero falls into ditch in Kishtwar

Truth Of Bengal: শনিবার রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে গেল কিস্তোওয়ার জেলার পাদার মহকুমায়। একটি বোলেরো গাড়ি প্রায় এক হাজার ফুট নিচে গভীর খাদে পড়ে যাওয়ায় চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভোট নলের কাছে গাড়িটি খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় চারজনের মৃত্যুর পাশাপাশি দু’জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে।

রবিবার সকালে, একজন মহিলা কাজে যাওয়ার পথে নদীর তীরে একটি ছিন্নভিন্ন গাড়ি এবং মৃতদেহ দেখতে পান। মহিলা আশেপাশের লোকজনকে খবর দিলে পুলিশ ও প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছয়। এরপর স্থানীয় লোকজন ও প্রশাসনের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করে পাদার অথলি হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে দেহ হস্তান্তর করা হয়। জেলার ডেপুটি কমিশনার এবং পাদার নাগাসেনির বিধায়ক সুনীলকুমার শর্মা-সহ চিকিত্সক ও অন্যান্য প্রশাসনিক কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িতে কতজন ছিল, তা এখনও জানা যায়নি। গাড়িতে ছয়জন থাকলে এখনও নিখোঁজ রয়েছেন দুজন। নিখোঁজরা নদীতে ভেসে গিয়েছেন, নাকি অন্য কোথাও গিয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ।

বলা হচ্ছে, প্রচণ্ড ঠান্ডার সময় রাতে এই দুর্ঘটনা ঘটে। সময়মতো দুর্ঘটনার খবর পাওয়া গেলে হয়তো কিছু মানুষকে বাঁচানো যেত, কিন্তু অন্ধকার ও ঠান্ডার কারণে ত্রাণ কাজে দেরি হয়েছে। তবে গাড়িটির চালক কে ছিলেন তা এখনও জানা যায়নি। গাড়ির চালকের পরিচয়ের তদন্ত চলছে, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে স্থানীয় প্রশাসন তদন্ত জোরদার করেছে এবং নিখোঁজ ব্যক্তিদের সন্ধান অব্যাহত রয়েছে।

Related Articles