রাজ্যের খবর

অশান্তি চরমে! বৌদিকে বটি দিয়ে কুপিয়ে খুনে*র অভিযোগ দেওরের বিরুদ্ধে

Unrest at its peak! Deor accused of murdering his wife by chopping her with a stick

Truth Of Bengal: বৌদিকে বঁটি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ দেওরের বিরুদ্ধে। শনিবার সকালে তাঁদের মধ্যে কোনও কারণে অশান্তি হয়। তখনই বৌদির গলায় বঁটির কোপ বসিয়ে দেন অভিযুক্ত।

বৌদিকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল দেওরকে। বটি দিয়ে কুপিয়ে বৌদিকে তিনি খুন করেছেন বলে অভিযোগ। খুনের পর বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে প্রতিবেশীরা তাঁকে ধরে ফেলেন। যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর বটির আঘাতে আরও এক জন জখম হয়েছেন।

ঘটনাটি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত কালিগঞ্জ এলাকার। মৃতের নাম বিন্দু রুইদাস (৩২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর থেকে দেওর বিষ্ণু রুইদাসের সঙ্গে তাঁর অশান্তি শুরু হয়েছিল। বচসা চলাকালীনই বঁটি নিয়ে আসেন বিষ্ণু। বৌদির গলায় সটান কোপ বসিয়ে দেন। তার পর তাঁর শরীরের একাধিক অংশে বঁটি দিয়ে আঘাত করেন। রক্তে ভেসে যায় সারা ঘর।

Related Articles