মুম্বই হামলা ঘটনার মূলচক্রীকে ভারতের হাতে তুলে দেবে আমেরিকা?
Will America hand over the main culprits of the Mumbai attack to India?

Truth Of Bengal : এখনও দগদগে আছে মুম্বই হামলার ঘটনা। ২০০৮ সালের ২৬/১১ দিনটার কথা মনে পড়লেই সেই অভিশপ্ত দিনটির কথা আবার তাজা হয়ে ওঠে। সেই দিন বাণিজ্য নগরীর রাজপথ ভরে গিয়েছিল লাল রক্তে। আর এবার সেই ঘটনার মূল চক্রীকে ভারত ও আমেরিকার ১৯৯৭ সালে হওয়া প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে ভারতের হাতে তুলে দিতে চলেছে আমেরিকা।
মুম্বই হামলা ঘটনার মূলচক্রী চক্রী তাহাউর রানা হলেন পাকিস্তানের বংশোদ্ভূত ও কানারডার নাগরিক। ২০১৩ সালে ১৪ বছরের জন্য আমেরিকার আদালত কারাদণ্ড দেয় রানাকে। ২০২০ সালে তার স্বাস্থ্যের অবনতির কারণে তাকে জেল থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। তবে ভারতের সঙ্গে আমেরিকার প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে আবারও তাকে গ্রেফতার করা হয়। এর পর গতবছরই ওয়াশিংটনের ফেডারেল আদালত জানিয়ে দিয়েছিল রানা ভারতের কাছে প্রত্যর্পণযোগ্য।
প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বইয়ে যে হামলার ঘটনা ঘটেছিল সেখানে মৃত্যু হয়েছিল এই ঘটনায় ভারতে মৃত্যু হয়েছিল ১৬০ জনের। আহত হয়েছিল বহু মানুষ। আর এই নাশকতার অন্যতমও ষড়যন্ত্র ছিল মার্কিন নাগরিক ডেভিল কোলম্যান হেডলি। আর তার সঙ্গেই ঘনিষ্ঠ ছিল এই রানা। প্রায় দেড় দশক ধরে এই মূলচক্রীকে হাতে নাতে ধরার চেষ্টা চালাচ্ছে ভারত। আর অবশেষে সেই চেষ্টায় এবার সফল হতে চলেছে আমেরিকার মদতে।