রাজ্যের খবর

কৃষ্ণনগর কোর্টের উকিলকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি, গ্রেফতার ১

4-5 rounds fired at Krishnanagar court advocate, 1 arrested

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: নদীয়ার কৃষ্ণনগর জেলা দেয়রা আদালত তথা জট কোর্টের উকিলকে লক্ষ্য করে চার থেকে পাঁচ রাউন্ড গুলি। এমনই ঘটনা ঘটে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতয়ালী থানার অন্তর্গত ভান্ডারখোলা পঞ্চায়েতের পানি নালা এলাকায়। সূত্রের খবর, উকিল সুমন ঘোষ তিনি নিজের জায়গায় বেড়া দেখছিলেন। অভিযোগ, তাঁর জায়গার উপর দিয়ে গিয়ে বেআইনিভাবে মাটি কাটা হচ্ছিল। আর তার জেরে তার জায়গা নোংরা হচ্ছিল।

সুমনবাবু (উকিল) জানান ওই মাটি মাফিয়া গায়ের জোরে অনেক জায়গা জবরদখল করে করে মাটি কাটে। পরে সেই মাটি বিক্রি করে। যেহেতু তার জমির উপর দিয়ে যাতায়াত করছিল তাই তার জায়গাটি ঘিরে দিতে যায়। সে সময় ওই মাটি মাফিয়া বিজয় ঘোষের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন উকিলবাবু।

এরপরই একাধিক বোমা এবং আর্মস নিয়ে ঘটনাস্থলে হাজির হয় ওই মাটি মাফিয়া। এরপরই বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে। ঘটনার পর কৃষ্ণনগর কোতয়ালী থানার পুলিশ সুমন ঘোষের অভিযোগের ভিত্তিতে একজন মাটি মাফিয়াকে গ্রেফতার করে। বাকিরা এখনও অধরা। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতয়ালী থানার পুলিশ।

Related Articles