বছরের প্রথম দিনে কেমন কাটবে আপনার দিন? জানতে দেখুন আজকের রাশিফল
How will your day be on the first day of the year? Check out today's horoscope to find out.

Truth Of Bengal: আজ ১ জানুয়ারি ২০২৫, বুধবার। বছরের প্রথম দিন। এই দিনটি কম বেশি প্রায় সবার কাছেই বিশেষ। আর এই বিশেষ দিনটি কোন রাশির জাতক-জাতিকার কেমন কাটতে চলেছে? কি বলছে জ্যোতিষশাস্ত্র! চলুন জেনে নেওয়া যাক আপনার রাশির আজকের পূর্বাভাস।
মেষ: অশুভ কোনও সঙ্কেত জীবনে আছে কিনা বোঝার চেষ্টা করুন। অন্যের জন্য অর্থ খরচ হতে পারে। সন্তানের দিক থেকে কোনও ভাল খবর আসতে পারে। নানা বিষয়ে বিভ্রান্তি দেখা দিতে পারে। এরমধ্যে কোনও বিশেষ কাজ করার থাকলে তা আপাতত স্থগিত রাখুন।
বৃষ: আর্থিক সমস্যার সমাধান পেতে পারেন আজ। প্রিয়জনের খারাপ কাজের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা। আজ নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। সকলে মিলে দূরে ভ্রমণের সুযোগ।
মিথুন: সম্প্রতি আপনার জন্য প্রচুর সুযোগ আসতে চলেছে। ধন উপার্জনের সম্ভাবনা। সঞ্চয়ের পরিমাণ কম হলেও আয়-ব্যয়ের সমতা বজায় থাকবে বলে মনে হয়। যাঁরা চাকরির সঙ্গে যুক্ত তাঁদের আর্থিক চিন্তার দেখা দিতে পারে।
কর্কট: সকালের দিকে স্ত্রী-র সঙ্গে বিবাদ হতে পারে। আজ উচ্চবিদ্যা হোক বা নিম্নবিদ্যা, কোনও জায়গাতেই ফল ভাল নয়। ব্যবসায় বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথা গরমের জেরে কাজ ভেস্তে যেতে পারে। তবে আপনার কাজে বা আচরণে আপনার মনের মানুষ খুশি হবে।
সিংহ: অপ্রত্যাশিত কোনও ঘটনা ঘটতে পারে। আপনার জীবনের বেশ কিছু দিকের পরিবর্তন হতে পারে। আজ সব মিলিয়ে ভালই কাটবে দিন। কিন্তু নিজের বিষয়ে নিজেকেই ভাবতে হবে। কেউ ভাববে না।
কন্যা: সাংসারিক ঝুট ঝামেলা এড়িয়ে চলুন। ব্যক্তিত্বের সংঘাত হতে পারে আজ। তবে ইগোকে খুব বেশি বাড়তে দেবেন না। তাতে ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই ঝামেলা বাড়তে পারে। আপনার যা কিছু সীমাবদ্ধতা, স্বীকার করে নিতে চাইছেন না, তাই কেউ পরামর্শ দিলে বিরক্ত হচ্ছেন।
তুলা: চাঁদ এখন আপনার সহায়। উন্নতির সুযোগ আপনার দোরগড়ায়। পরিশ্রমের ফল পেতে পারেন আজ। এদিকে অকারণে ক্ষতিপূরণ দিতে হতে পারে, তাই সতর্ক থাকুন।
বৃশ্চিক: আলোচনার সময় সংযমী হন, না হলে বিড়ম্বনায় পড়তে পারেন। শেয়ার বাজারের গতি-প্রকৃতির প্রতি লক্ষ রাখতে হবে এবং সে অনুযায়ী বিনিয়োগ করতে পারেন। কাউকে আজ নতুন কোনো প্রতিশ্রুতি না দেয়াই উত্তম। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
ধনু: পুত্রসন্তান লাভ হওয়ার সম্ভাবনা। বন্ধুদের মধ্যে বেশির ভাগই আপনার স্বপক্ষে থাকবে আজ। আত্মীয়বর্গের সঙ্গে সম্পর্ক স্থায়ী না হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পত্নীর আগের কোনও রোগ নিরাময় হবে, আর তার কিছটা অর্থও খরচ হবে।
মকর: এই বছর সম্পর্কে একটু খরচ বাড়তে পারে। বাইরের কোনও সম্পর্ক নিয়ে বিবাদ বৃদ্ধি। স্ত্রীর সঙ্গে কোনও অন্য ব্যক্তির জন্য বিবাদ। পরিবারে সম্পর্ক ঠিক থাকবে না। কেউ আপনাকে সাহায্য করলে তা আখেরে আপনার জন্য ভালোই হবে। বাড়তি কোনও খরচের জন্য সঞ্চয় কম হবে।
কুম্ভ: আজ নিজেকে কিছুটা অসুস্থ মনে করতে পারেন। সঙ্গে পিতা-মাতার শারীরিক অবস্থা ভাল না-ও থাকতে পারে। তাঁদের স্বাস্থ্যভঙ্গ ও আচরণ বৈষম্যে মন ভারাক্রান্ত থাকবে, ভ্রাতা-ভগিনীদের আচরণে দুঃখিত ও চিন্তিত হওয়া অমূলক নয়। সব মিলিয়ে আজকের দিনটি আপনার খুব একটা ভাল কাটবে না। তবে আর্থিক দিকটি আজ আপনার ভাল যাবে।
মীন: আপনার জন্য বেশ খাসা দিন আজ। কোনও কিছু বিষয়ে উৎসাহ থাকলে সেই দিকেই লক্ষ্য স্থির রাখুন, তবেই আপনি আজ লক্ষ্যে পৌছাতে সফল হবেন। আপনার সহকর্মীরা আজ আপনাকে বোকা বানাতে পারে। তাই সতর্ক থাকুন।